সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

জুড়ীতে করোনা টিকা কার্যক্রম আরও জোরদার হচ্ছে

একুশে সংবাদ প্রকাশিত: ০৯:১৮ এএম, ৮ ফেব্রুয়ারি, ২০২১

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় কোভিড-১৯ টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার (৭ফেব্রুয়ারি)  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম টিকা গ্রহন করেন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ এমরান হোসাইন।
 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আল-ইমরান রুহুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিত শর্মা, জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সমরজিৎ সিংহ প্রমুখ।
 
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সমরজিৎ সিংহ বলেন, উদ্বোধনের দিনে জুড়ীতে ১০ জনকে কোভিড-১৯  টিকা দেওয়া হয়েছে। আগামি দিন থেকে টিকা কার্যক্রম আরও জোরদার করা হবে।
 
সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জানান, জেলার সাতটি উপজেলায় ভ্যাকসিন প্রয়োগের সকল প্রস্তুতির অংশ হিসেবে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।টিকা গ্রহণের ফলে কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে তা মোকবিলায় সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

একুশেসংবাদ/জহিরুল/অমৃ

সারাবাংলা বিভাগের আরো খবর