সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

রাজনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মতবিনিময় সভা

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:২৬ পিএম, ২৭ জানুয়ারি, ২০২১

মৌলভীবাজার জেলার মাধ্যমিক শিক্ষার গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে সাতটি উপজেলার  স্কুল ও মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের সাথে মতবিনিময় সভার সিদ্ধান্তের ধারাবাহিকতায় আজ বুধবার (২৭ জানুয়ারি) শিক্ষার গুনগত মানোন্নয়নে রাজনগর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের সাথে মতবিনিময় করেন নব নিযুক্ত জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান।  

সভায় প্রধান অতিথি ছিলেন রাজনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান খান। 

মূখ্য আলোচক ছিলেন মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার মোঃ মইনুল হক, সহকারী পরিদর্শক মাহবুব আলম। 

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা পাল। উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো: ইউনুস এবং মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নিলয় রঞ্জন দাশ প্রমুখ। 

সবাই মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার  শিক্ষার গুণগত মান নিশ্চিত করার জন্য মূল্যবান বক্তব্য ও পরামর্শ দেন। ভর্তি ও সেশন ফি, অললাইন ক্লাস, এ্যাসাইনমেন্ট, এমপিও, পাঠ্যপুস্তক বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠানে সকল শিক্ষকগনের উপস্থিত থাকা ইত্যাদি বিষয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।


একুশে সংবাদ/ জ.হি./এস

সারাবাংলা বিভাগের আরো খবর