সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

জয়পুরহাটে পুলিশিং কার্যালয়ের আয়োজনে জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত  

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ২৪ জানুয়ারি, ২০২১

মাদক, জঙ্গিবাদ, নারী নির্যাতন, নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স, বাল্য বিবাহ ও কিশোর অপরাধ রোধকল্পে জয়পুরহাট পৌরসভার ২ নং বিট পুলিশিং কার্যালয়ের আয়োজনে  জনসচেতনতামূলক সমাবেশ ২০২১-ইং অনুষ্ঠিত হয়েছে।   

রবিবার (২৪ জানুয়ারি) বেলা ১১ টায় জেলা সদরের নতুনহাট চত্ত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির ( পিপিএম)। 

‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, সুখী নিরাপদ সমাজ গড়ি’ স্লোগানকে সামনে রেখে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ এ কে এম আলমগীর জাহান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট ডায়াবেটিক সমিতির সভাপতি আব্দুল আজিজ মোল্লা, জয়পুরহাট কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব নন্দলাল পার্শী, জয়পুরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক গোলাম হক্কানী, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম,জয়পুরহাট  পৌরসভার প্যানেল মেয়র সেলিমুর রহমান বাবুল, পৌর কাউন্সিল সাবু ও বিপুল খান, জামালপুর ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু, ভাদশা ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বাধীন, আমদই ইউপি চেয়ারম্যান শাহানুর আলম সাবু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সামসুল আলম সুমন প্রমুখ।

একুশে সংবাদ/ নিরেন/অমৃ

সারাবাংলা বিভাগের আরো খবর