সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

চলে গেলেন সাবেক জাতীয় লাল দলের গোল কিপার পারভেজ 

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:০৮ পিএম, ১৭ জানুয়ারি, ২০২১

১৭ জানুয়ারী রবিবার সকাল ৮টার দিকে হটাৎ অসুস্থ হয়ে নিজ বাস ভবনে ইন্তেকাল করেন সাবেক বাংলাদেশ জাতীয় লাল দলের গোল কিপার পারভেজ শাহ মিনা।তার বয়স হয়েছিল ৬৭ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, সাবেক ফুটবলের গোলকিপার শনিবার রাতে সুস্থ অবস্থায় ঘুমাতে যায় কিন্তু প্রতিদিনের মতো ফজরের নামায পড়তে উঠেননি তিনি।পরে তাকে বিছানায় মৃত অবস্থায় পাওয়া যায়।

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার  বজরাটেক কানারহাট গ্রামের  মৃত আব্দুল মাজিদ শাহ্'র বড় ছেলে  পারভেজ কবির শাহ্ (মিনা)। 

তিনি বাংলা‌দেশ জাতীয় ফুটবল লাল দলের হয়ে ১৯৮২ থেকে ৮৮ সাল পর্যন্ত  গোলরক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন । ফুটবলের ‌কিংবদ‌ন্তি বর্তমানে ভোলাহাট উপজেলার  বজরা‌টেক নবীন সংঘ  ফুটবল টি‌মের কোচ হিসেবে দায়িত্ববপালন করছিলেন।

৪ ভাই ৩ বোনের মধ্যে তিনি সবার বড় ছিলেন।তার  সহধর্মিণী ঢাকায় বসবাস করেন।সে বৃদ্ধ মাকে নিয়ে গ্রামের বাড়িতে থাকতেন।তার দুই সন্তানের মধ্যে কন্যা সন্তান ছোট থাকতেই মারা যায় এবং পুত্র সন্তান ডাঃ ইমরান পারভেজ শাহ্ অনিক বর্তমানে কানাডায় WHO--তে কর্মরত রয়েছেন।মরহুমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য আগামী কাল সকাল ১০টায় সবজা  স্কুল মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে।

একুশে সংবাদ/ আ.ওয়া/এস


 

সারাবাংলা বিভাগের আরো খবর