সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

পলাশবাড়ীতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদের আলোচনা সভা

একুশে সংবাদ প্রকাশিত: ০৮:৪২ পিএম, ১৪ জানুয়ারি, ২০২১

গাইবান্ধার পলাশবাড়ীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে স্বাধীনতা ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদের উদ্যোগে নবগঠিত গাইবান্ধা জেলা কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ জানুয়ারী) সকালে পৌরশহরের স্থানীয় পলাশবাড়ী ফাজিল ডিগ্রী মাদ্রাসার হলরুমে কাতুলী মজিদিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক সৈয়দজ্জামান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্বাধীনতা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জয়নুল আবেদীন জেহাদী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাধীনতা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব তাজুল ইসলাম ফরাজী।

স্বতন্ত্র মাদ্রাসার শিক্ষক আব্দুর রশিদ রানু মিয়ার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বাধীনতা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নুরুজ্জামান (জামান), সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবীব।

অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন জাফিরুল ইসলাম মিন্টুর মাষ্টার। অনুষ্ঠানে বক্তারা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা গুলো জাতীয়করণের লক্ষ্যে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বিষয়ে আলোকপাত করেন। সভা শেষে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও মহাসচিব আব্দুর রশিদ রানু মিয়াকে গাইবান্ধা জেলা কমিটির সভাপতি ঘোষনা করেন।

একুশে সংবাদ/এআরএম

সারাবাংলা বিভাগের আরো খবর