সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

করোনায় দেবিদ্বার উপজেলা চেয়ারম্যানের মৃত্যু

প্রকাশিত: ১১:০১ এএম, ৩ ডিসেম্বর, ২০২০

কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি জয়নুল আবেদীন (৮১) করোনাভাইরাসের আক্রান্ত মৃত্যুবরণ করেছেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকার একটি প্রাইভেট হসপিটালের আইসিইউতে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।

আজ বাদ আসর উপজেলার দুয়ারিয়া এজি মডেল একাডেমির মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

তার মৃত্যুতে গভীরভাবে শোক জানিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, সাবেক মন্ত্রী, সচিব ও সংসদ সদস্য এবিএম গোলাম মোস্তফা, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী এএফএম ফখরুল ইসলাম মুন্সী, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমীন, সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, আবুল কালাম আজাদ, দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মাস্টার, দেবিদ্বার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নাজমা বেগম, পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম চেয়ারম্যান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য প্রভাষক সাইফুল ইসলাম শামীম ও উপজেলা প্রশাসন।

একুশে সংবাদ/জা/এআরএম

সারাবাংলা বিভাগের আরো খবর