সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

পঞ্চগড়ে পাচারকালে সীমান্তে ১৫ কেজি গাঁজা উদ্ধার

প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ১ ডিসেম্বর, ২০২০

পঞ্চগড় সদর উপজেলায়  সীমান্ত এলাকায় পাচারকালে ১৫.৩শ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)। সোমবার (৩০ নভেম্বর) দিনগত রাতে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের জয়ধরভাংগা এলাকায় সীমান্ত থেকে গাঁজা গুলো উদ্ধার করা হয়।

জানা যায়, নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে জয়ধরভাংগা বিওপির টহল দল সীমান্ত পিলার ৭৬০/২-এস হতে আনুমানিক ৩শ গজ বাংলাদেশের অভ্যন্তরে জাহেরপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে চোরাকারবারীরা ১৫.৩শ কেজি ভারতীয় গাঁজা পাচারকালে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ঘন কুয়াশার সুযোগ নিয়ে মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায় যা বিজিবি টহল দল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) পরিচালক, অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মামুনুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজাগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৫৩ হাজার ৫৫০ টাকা।

একুশে সংবাদ/এআরএম

সারাবাংলা বিভাগের আরো খবর