সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

শ্রীপুরে অতুল প্রসাদের স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের উদ্যোগ

প্রকাশিত: ১১:১৮ এএম, ২৮ নভেম্বর, ২০২০

পাঁচজন পঞ্চকবির মধ্যে একজন অতুলপ্রসাদ সেন। তার সমাধি গাজীপুরের শ্রীপুরে। কিন্তু কাওরাইদের সুতিয়া নদীর তীরে অনেকটা অরক্ষিত অবস্থায় পড়ে আছে এই কবির সমাধি। 

নতুন প্রজন্মের মাঝে তার স্মৃতিচিহ্ন তুলে ধরতে স্মৃতি জাদুঘর নির্মাণের উদ্যোগ নিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম। 
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে খ্যাতিমান এই কবির সমাধি পরিদর্শন করেন তিনি। এ সময় একে একে ঘুরে দেখেন কবির নানামশাই কালীনারায়ণ গুপ্তের কাচারিবাড়ি, ব্রাহ্মমন্দির, মামা কেজিগুপ্তসহ তার গোত্রের বেশ কয়েকজনের সমাধি। 

পরে তিনি সাংবাদিকদের জানান,নতুন প্রজন্মকে সমৃদ্ধ ও দেশবাসীকে খ্যাতিমান এই কবির সমাধিস্থল সম্পর্কে জানাতে উদ্যোগ নেওয়া হচ্ছে। 
প্রাথমিকভাবে সমাধিস্থল সংস্কার ও পরে মন্ত্রণালয়ের মাধ্যমে একটি ‘স্মৃতি জাদুঘর’ নির্মাণের আশ্বাস দেন তিনি। ভাওয়ালের জমিদার কালীনারায়ণ গুপ্তের কাচারিবাড়ি ছিল শ্রীপুরের কাওরাইদে। এখানে একটি ব্রাহ্মমন্দির প্রতিষ্ঠা করেছিলেন কালীনারায়ণ। আর কালীনারায়ণের মেয়ে হেমস্তশশীর ছেলে অতুলপ্রসাদ সেন। ১৮৭১ সালের ২০ অক্টোবর কালীনারায়ণের ঢাকার বাড়িতে অতুলপ্রসাদের জন্ম হয়।

একুশে সংবাদ/এআরএম

সারাবাংলা বিভাগের আরো খবর