সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে আবারও ফেরি চলাচল বন্ধ

প্রকাশিত: ১১:২৬ এএম, ২৬ অক্টোবর, ২০২০

বিকল্প চ্যানেল দিয়ে চার ঘণ্টা পরীক্ষামূলক ফেরি চালুর পর আবারো বন্ধ করে দেয়া হলো কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে ফেরি চলাচল।  
এর আগে নাব্য সংকটের কারণে ১১ দিন বন্ধের পর আজ (সোমবার) সকালে কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হয়। বিকল্প চ্যানেলে পদ্মা সেতুর ৩৬ ও ৩৭ নম্বর পিলারের মাঝ দিয়ে কাঁঠালবাড়ী ফেরিঘাট থেকে অল্প কিছু পরিবহণ নিয়ে শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে যায় ফেরি কিশোরী।

এছাড়া শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ী ঘাটের উদ্দেশে ছেড়ে আসে কুমিল্লা ফেরি। দুটি ফেরিই বিকল্প চ্যানেল দিয়ে নির্বিঘ্নে দুই ঘাটে গিয়ে পৌঁছায়।

বিকল্প চ্যানেলটি বিদ্যুৎ সরবরাহের জন্য তৈরি করা হয়েছে। তবে নিয়মিতভাবে এ চ্যানেল দিয়ে ফেরি চলাচলের জন্য অনুমোতি না দেয়ায় ৪ ঘণ্টা পর আবারো বন্ধ হলো পরীক্ষামূলক ফেরি চলাচল।-ডিবিসি

একুশে সংবাদ/এআরএম

সারাবাংলা বিভাগের আরো খবর