সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সেন্টমার্টিন থেকে ফিরেছে ২ শতাধিক পর্যটক

প্রকাশিত: ০৬:২২ পিএম, ২৫ অক্টোবর, ২০২০

আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর প্রবাল দ্বীপ সেন্টমার্টিন থেকে দুই শতাধিক পর্যটক ট্রলারযোগে টেকনাফে ফিরে এসেছেন। রোববার (২৫ অক্টোবর) পাঁচটি ট্রলারযোগে তারা টেকনাফের শাহপরীর দ্বীপ ঘাটে পৌঁছান। 

বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ বন্ধ থাকায় গত তিন দিন ধরে আটকা পড়েন সাড়ে চার শতাধিক পর্যটক।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আহমদ মোবাইল ফোনে বলেন, এখন আবহাওয়া পরিস্থিতি ভালো; সতর্ক সংকেতও নেই। সকাল ৯টার দিকে পাঁচটি ট্রলারে দুই শতাধিক পর্যটক টেকনাফ রওনা হয়। পরে দুপুরে তারা নিরাপদে শাহপরীর দ্বীপ জেটিঘাটে পৌঁছায়। আর যেসব পর্যটক সেন্টমার্টিনে রয়েছেন, তারাও জাহাজে করে বিকেলে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন।

একুশে সংবাদ/রা/এআরএম

সারাবাংলা বিভাগের আরো খবর