সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু

প্রকাশিত: ০৫:২০ এএম, সেপ্টেম্বর ১, ২০১৪
একুশে সংবাদ : আজ থেকে সারাদেশে ভোটার তালিকার হালনাগাদের কাজ শুরু হয়েছে।ঢাকা ও চট্টগ্রাম মহানগরীসহ ১২০ উপজেলায় আজ সোমবার থেকে একযোগে শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ। দেশজুড়ে হালনাগাদ কার্যক্রমের এটি তৃতীয় ও শেষ ধাপ। ১ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারযোগ্য নাগরিকদের খুঁজবেন। ১৮ সেপ্টেম্বর থেকে নিবন্ধন কেন্দ্রগুলোতে ছবি তোলা ও নিবন্ধন কার্যক্রম চলবে। একই সময়ে বর্তমান ভোটারদের এলাকা স্থানান্তর ও মৃত ভোটারের নাম কর্তনের কাজ চলবে। গতকাল সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ জানান, ১ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। ভোটার হতে ইচ্ছুক ব্যক্তিদের ১৮ সেপ্টেম্বর থেকে সংশ্লিষ্ট কেন্দ্রে গিয়ে ছবি তুলতে ও নিবন্ধন করতে হবে। যাঁরা বাদ পড়বেন, তাঁরা সরাসরি কেন্দ্রে গিয়ে ভোটার হতে পারবেন। এবার ভোটার তালিকা হালনাগাদ করা হলে ভোটার সংখ্যা ৫ শতাংশ বাড়তে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। তথ্য সংগ্রহকারীরা যদি বাড়ি গিয়ে কাউকে না পান, তবে সেখানে তথ্য সংগ্রহকারীদের নাম ও ফোন নম্বর রেখে আসবেন। যাতে ভোটার হতে ইচ্ছুক ব্যক্তিরা ওই নম্বরে ফোন করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেন। ইসি সচিবালয় থেকে বলা হয়েছে, যাদের বয়স আগামী ১ জানুয়ারি, ২০১৫ সালে ১৮ বছর বা তার বেশি, অর্থাৎ যাদের জন্ম ১৯৯৭ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে, তাদের এবার ভোটার করা হচ্ছে। ঢাকা মহানগরীতে ভোটার তালিকা হালনাগাদে দুই হাজার ৬৫৫ জন তথ্য সংগ্রহকারী ও ৫৪০ জন সুপারভাইজার নিয়োগ করা হয়েছে। সারাদেশে তিন ধাপে গত ১৫ মে থেকে ভোটার তালিকা হালনাগাদ শুরু হয়। প্রথম ও দ্বিতীয় পর্যায়ের হালনাগাদে ৩৫০ উপজেলায় নতুন ভোটার বেড়েছে ৩০ লাখ ৮২ হাজার ২৮৭ জন, যা লক্ষ্যমাত্রার ৩ দশমিক ৮১ শতাংশ। একুশে সংবাদ ডটকম/এফরান/০১.০৯.০১৪:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1