সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বিএনপির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ

প্রকাশিত: ০৪:৩১ এএম, সেপ্টেম্বর ১, ২০১৪
একুশে সংবাদ : আজ পহেলা সেপ্টেম্বর। বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের পয়লা সেপ্টেম্বর মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দল গঠন করেন। ৩৪ বছরে সংঘাত-বিক্ষোভ, জনপ্রিয়তা আর চড়াই- উত্রাইয়ের পথপরিক্রমায় বিএনপি আজ দেশের অন্যতম রাজনৈতিক দল। বাংলাদেশের ৩৪ বছরের কালযাত্রায় বিএনপি দেশ শাসন করেছে ১৮ বছর। সর্বশেষ ২০০১ সালের ১ অক্টোবর জাতীয় নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে ক্ষমতায় আসে। তৃতীয়বারের মত প্রধানমন্ত্রী হন দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। সর্বশেষ পাঁচ বছরের দায়িত্ব পালন শেষে ২০০৬ সালের অক্টোবরে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয়ভাবে দুইদিনের কর্মসূচি গ্রহন করেছে বিএনপি । গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে এক আলোচনা সভার মধ্যদিয়ে এই কর্মসূচি শুরু হয়। আজ ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে ভোর ৬টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং একইভাবে দেশব্যাপী দলীয় কার্যালয়গুলোতেও জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। এছাড়া বিএনপি’র ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একইদিন সকাল ১০টায় বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা দোয়া ও পুষ্পস্তবক অর্পণ করবেন। দেশব্যাপী বিএনপি’র জেলা, মহানগর, উপজেলা ও বিভিন্ন ইউনিটগুলো স্ব স্ব উদ্যোগে বিএনপি’র ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথভাবে পালনের উদ্যোগ গ্রহণ করবে। ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, ১৯৭৮ সালের এই দিনে জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। বাকশালী একদলীয় দুঃশাসনের জের ধরে সেসময়ে দেশে বিরাজমান চরম জাতীয় সংকটের কারণে যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছিল তা পূরণ করতে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন এবং এর ধারাবাহিকতা বজায় রাখতে রাজনৈতিক দল হিসেবে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বেগম খালেদা জিয়া বলেন, আজ দেশে স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে। ৫ জানুয়ারির তামাশার নির্বাচনের পর গণতন্ত্র এখন মৃতপ্রায়। দেশবিরোধী নানা চুক্তি ও কর্মকাণ্ডের মাধ্যমে বর্তমান সরকার জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে চলেছে। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। সরকারের গণবিরোধী নীতি প্রতিরোধ করার জন্য আমি দলের সর্বস্তরের নেতাকর্মী এবং দেশবাসীকে আন্দোলন সংগ্রামের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান তিনি। একুশে সংবাদ ডটকম/এফরান/০১.০৯.০১৪:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1