সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

স্কুল ব্যাংকিংয়ে ছয় মাসের সঞ্চয় ৪০০ কোটি টাকা

প্রকাশিত: ০৩:৩৬ এএম, সেপ্টেম্বর ১, ২০১৪
একুশে সংবাদ : চলতি পঞ্জিকা বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) স্কুল ব্যাংকিংয়ের আওতায় শিক্ষার্থীরা ৪০৭ কোটি ২৯ লাখ টাকা সঞ্চয় করেছে। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১২৮ কোটি ৪৭ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে জানা যায়, স্কুল ব্যাংকিংয়ে আমানতের পাশাপাশি হিসাবের সংখ্যাও বেড়েছে। ২০১৪ সালের জুন পর্যন্ত দেশে কর্মরত ৫৬টি ব্যাংক ছয় লাখ ৩৯ হাজার ৪৬৫টি স্কুল ব্যাংকিং হিসাব পরিচালনা করেছে। ২০১৩ সালের জুন শেষে তফসিলি ব্যাংকগুলোর স্কুল ব্যাংকিংয়ের হিসাবসংখ্যা ছিল দুই লাখ ৯৫ হাজার ৮০২টি। এ প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান বাসসকে বলেন, ‘শিক্ষার্থীদের সঞ্চয়ের অভ্যাসে উৎসাহিত করতে আমরা বিশেষ এই ব্যাংকিং-সেবা চালু করেছিলাম। প্রথম দিকে কিছুটা কম থাকলেও ক্রমান্বয়ে এই কার্যক্রমে শিক্ষার্থীরা সম্পৃক্ত হওয়ার প্রতি আগ্রহ দেখাচ্ছে৷’ বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, স্কুল ব্যাংকিং কার্যক্রমে বেসরকারি খাতের ব্যাংকগুলো এগিয়ে আছে। এ খাতের ৩০টি ব্যাংকের হিসাবের সংখ্যা চার লাখ ২৯ হাজার ৯৯৫। আর হিসাবে মোট স্থিতি ৩৯৩ কোটি সাত লাখ টাকা। রাষ্ট্রীয় মালিকানার বাণিজ্যিক ব্যাংকগুলোর হিসাবের পরিমাণ এক লাখ এক হাজার ৪৬৮টি, বিশেষায়িত খাতের ব্যাংকগুলোতে এক লাখ ছয় হাজার ৫০৩, বিদেশি ব্যাংকগুলোতে এক হাজার ২১০ এবং নতুন ব্যাংকগুলোয় ২৮৯টি স্কুল ব্যাংকিংয়ের হিসাব খোলা হয়েছে। আলোচ্য সময়ে সর্বোচ্চ হিসাব খুলেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এ ব্যাংকের মোট এক লাখ ৪৯ হাজার ৯৯৭টি হিসাব রয়েছে। আর স্থিতির শীর্ষে রয়েছে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড। এ ব্যাংকের ১৪৭ কোটি ৯৫ লাখ টাকার স্থিতি রয়েছে। উল্লেখ্য, স্কুলের শিক্ষার্থীদের আধুনিক ব্যাংকিং সুবিধা ও প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে ২০১০ সালের ২ নভেম্বর এ সেবা চালু করা হয়। স্কুল ব্যাংকিংয়ের আওতায় ৬ থেকে ১৮ বছরের কম বয়সী আগ্রহী ছাত্রছাত্রীরা তাদের মা-বাবা অথবা বৈধ অভিভাবকের সঙ্গে যৌথ নামে হিসাব খুলতে পারে। মাত্র ১০০ টাকা প্রাথমিক জমা দিয়ে বাংলাদেশের বেশির ভাগ ব্যাংক শাখায় এই হিসাব খোলা যায়। এ হিসাবে কোনো চার্জ আরোপ করা হয় না। এ কার্যক্রমের আওতায় শিক্ষার্থীরা স্কুলে বেতন-ফি জমা দিতে পারবে। বৃত্তি বা উপবৃত্তির অর্থ স্কুল ব্যাংকিংয়ের আওতায় শিক্ষার্থীদের হিসাবে জমা করা যায়। সে ক্ষেত্রে বৃত্তি প্রদানকারী সরকার, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত কিংবা বেসরকারি সংস্থাগুলোকে সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে সমঝোতা চুক্তি করতে হবে। একুশে সংবাদ ডটকম/আর/০১-০৯-০১৪:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1