সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ইরাকে ইসলামিক স্টেট জঙ্গি ঘাঁটিতে বিমান হামলা

প্রকাশিত: ০৯:১৭ এএম, আগস্ট ৩১, ২০১৪
একুশে সংবাদ ডেস্ক : ইরাকের আমেরলি শহরে ইসলামিক স্টেট জঙ্গিদের ঘাঁটিতে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। পাশাপাশি সেখানে শহরটির অবরুদ্ধ বাসিন্দাদের জন্য ত্রাণ সহায়তাও দেয়া হচ্ছে। খবর বিবিসি অনলাইন: যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং ফ্রান্সও খাবার, পানীয় ও অন্যান্য জরুরি ত্রাণ সহায়তা দিচ্ছে। প্রায় ২ মাস ধরে শহরটির কমপক্ষে দেড় হাজার বাসিন্দাকে অবরুদ্ধ করে রেখেছে আইএস জঙ্গিরা। তাদের উদ্ধারে দেশটির সেনাবাহিনী, শিয়া ও কুর্দি যোদ্ধারা লড়াই অব্যাহত রেখেছে। এর আগে ইরাকের সর্ববৃহৎ মসুল বাঁধের কাছাকাছি জঙ্গিদের ওপর নতুন করে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, আইএস দমনে ইরাকি সেনাদের সহায়তা করতে এ হামলা চালায় তারা। এদিকে, ইরাক ও সিরিয়ার কিছু অংশের নিয়ন্ত্রণ নিয়ে সেখানে ব্যাপক নৃশংসতা চালানোর অভিযোগ রয়েছে আইএসের বিরুদ্ধে। একুশে সংবাদ ডটকম/এমকেএইচ/৩১-০৮-০১৪:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1