সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

১০ নম্বর জার্সিতে আমি শীর্ষ তারকাদের একজন : ওজিল

প্রকাশিত: ০২:১২ পিএম, আগস্ট ৩০, ২০১৪
একুশে স্পোর্টস ডেস্ক: নিজের পারফর্মেন্সের সমালোচনার জবাবে আর্সেনাল প্লে মেকার মেসুৎ ওজিল বলেছেন, ১০ নম্বর জার্সিতে তিনি এখনো বিশ্বের শীর্ষ তারকাদের একজন। তবে তাকে এখন অন্য পজিশনেও খেলতে হচ্ছে। রেকর্ড পরিমান ৪২ মিলিযন পাউন্ডের বিনিময়ে এক বছর আগে রিয়াল মাদ্রিদ ছেড়ে আর্সেনালে যোগ দেন ২৫ বছর বয়সি জার্মান তারকা। তবে এমিরেটস স্টেডিয়ামে প্রথম সেশনটিতেই তিনি জ্বলে উঠেছিলেন্। ক্লাবটির হয়ে এফ এ কাপ জয়ের মাধ্যমে গত মৌসুম শেষ করেছেন ওজিল। পাশাপাশি জার্মান জাতীয় দলের হয়ে জয় করেছেন বিশ্বকাপ শিরোপা। তার ধারণা প্রিমিয়ার লীগে আর্সেনাল কোচ যদি আবারো তাকে লেফট উইংয়ের দায়িত্ব চাপিয়ে দেন তাহলে তাকে সেখানেই খেলতে হবে। ডেইলি টেলিগ্রাফে দেয়া সাক্ষাৎকারে ওজিল বলেন, ‘১০ নম্বর পজিশনে আমি বিশ্বের শীর্ষ খেলোয়াড়দের একজন। দর্শক, সমর্থক, কোচসহ সবাই জানেন এটিই আমার সেরা পজিশন। অপরদিকে বাঁ-প্রান্ত দিয়ে আমাকে খেলতে হচ্ছে ভিন্নভাবে। আমি যখন মাদ্রিদে ছিলাম তখন খেলতে হয়েছে ডান-প্রান্ত দিয়ে। সেটি অবশ্য আমি উপভোগ করেছি, কারণ আমি ছিলাম বাঁ-পায়ী খেলোয়াড়। যে কারণে আমি ইনসাইড কাটে বল নিয়ে লক্ষ্যবস্তুতে পাঠাতে পারতাম। কিন্তু বাঁ-প্রান্ত দিয়ে সেটি করাটা আমার জন্য বেশ কষ্টসাধ্য। অবশ্য কোচ ওয়েঙ্গারও ওজিলের প্রতি সমর্থন জানিয়ে দাবি করেন আর্সেনালের আক্রমণাত্মক খেলায় তার সহযোগিতাকে অন্যায়ভাবে উপেক্ষা করা হচ্ছে। সোমবার লিচেস্টার সিটির বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আয়োজিত সংবাদ সম্মেলনে আর্সেনাল কোচ বলেন, ‘ওজিল তার খেলাটি স্বাভাবিক ভঙ্গিতে খেলেন বিধায় মানুষ একজন খেলোয়াড় হিসেবে তার প্রতি এতটা নিষ্ঠুর হতে পারছে। পরের দিন যদি আপনি ফের ম্যাচটি দেখেন তখন নিজেই বলবেন, বাহ্্ কি দারুণ খেলোয়াড়। তিনি সব কিছুই করেন যথেষ্ঠ কৌশলের সঙ্গে। সঠিক সনময়ে তিনি সবকিছু করেন অত্যন্ত একুশে সংবাদ ডটকম/মামুন/৩০.০৮.২০১৪

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1