সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

গুম-খুনের বিচারের দাবি জানালেন পরিবার

প্রকাশিত: ১০:০২ এএম, আগস্ট ৩০, ২০১৪
একুশে সংবাদ : আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন সময় গুম-খুন হওয়া ব্যক্তিদের পরিবার প্রধানমন্ত্রীর কাছে বিচার দাবি করেছেন। শনিবার আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সেমিনারে এ দাবি জানান তারা। 'ব্যথা-গুম, খুন ও নির্যাতন আর না' শীর্ষক এ সেমিনারের আয়োজন করে মৌলিক অধিকার সুরক্ষা কমিটি। ড. শাহদিন মালিকের সভাপতিত্বে সেমিনারে ড. কামাল হোসেন, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, কলামিস্ট সৈয়দ আবল মকসুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুল প্রমুখ। সেমিনারে শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের স্বজনরা উপস্থিত ছিলেন। আর এতে বক্তব্য দেন ২৫টি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য। প্রায় প্রত্যেকেই সম্মেলনস্থলে হাজির হয়েছেন স্বজনের ছবি বুকে টাঙিয়ে। অনুষ্ঠানটি পরিচালনা করেন আইন ও সালিশ কেন্দ্রের নূর খান লিটন। সেমিনারে লাকসামের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামের হিরুর মেয়ে মাসরুফা ইসলাম বলেন, গত ২৭ নভেম্বর ২০১৩ সালে আমার বাবা গুম হন। গত ৯ মাসেও আমরা তাকে পাইনি। সেমিনারে বিএনপি নেতা চৌধুরী আলমের মেয়ে মাহফুজা আক্তার বলেন, গুম হয়ে যাওয়ার মতো অনুকূল পরিবেশ দেশে বিরাজ করছে বলেই এমনটা হচ্ছে। আমরা কেউই এ রকম সমাজে বসবাস করতে চাই না। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আল মুকাদ্দেল ২০১২ সালে সাভার থেকে গুম হন। তার বাবা মওলানা আবদুল হালিম সেমিনারে বলেন, দুই বছর পার হয়ে গেলেও আমরা তার কোনো খোঁজ পাইনি। দেশে সাধারণ মানুষও গুম হয় এটাই তার প্রমাণ। সম্মেলনের প্রথম ভাগে গুম হওয়া ব্যক্তিদের পক্ষে ২০ পরিবারের সদস্যরা তাদের কষ্টের কথা তুলে ধরেন। চোখের সামনে স্বজনদের তুলে নিয়ে যাওয়ার ঘটনা বর্ণনা করার সময় মঞ্চের সামনে বসা অন্যরা চোখের জল ধরে রাখতে পারেনি। অনেকে কাদতে কাদতে মাটিতে লুটিয়ে পড়েন। একুশে সংবাদ ডটকম/এমকেএইচ/৩০-০৮-০১৪:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1