সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সাধ্যমতো দুর্ভোগ লাঘবের চেষ্টা করছি

প্রকাশিত: ০৮:০১ এএম, আগস্ট ৩০, ২০১৪
একুশে সংবাদ : যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ইদানিং যানজট শব্দের সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে জনজট। বিশেষ করে রাজধানীর মগবাজারসহ বেশ কয়েকটি এলাকায় জনদুর্ভোগ বেশি। সাধ্যমতো দুর্ভোগ লাঘবে চেষ্টা চালাচ্ছি। আজ শনিবার সকাল ১০টায় রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে ‘ঢাকা মটরবাইক শো-২০১৪’ উদ্বোধন কালে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ইভেন্টম্যানেজম্যান্ট সার্ভিস এ মোটরবাইক শো আয়োজন করেন। টানা বর্ষণে সাধারণ মানুষের দুর্ভোগ আরো বেড়েছে মন্তব্য করে যোগাযোগমন্ত্রী বলেন, ‘ঢাকা শহরে যানজটের অবস্থা দীর্ঘদিনের। চাইলেও এই যানজট সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব নয়।’ ‘রাস্তায় যেসব পথচারি ফোনে কথা বলতে বলতে বেপরোয়া চলাচল করে তাদেরকে বেপরোয়া ড্রাইভার চাপা দিয়ে মেরে যাচ্ছেন’ বলে মন্তব্য করেন তিনি। যারা মটরবাইকে যাতায়াত করেন তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি দুজনের বেশি বাইকে উঠবেন না। দয়া করে কেউ হেলমেট ছাড়া বাইক নিয়ে বের হবেন না।’ ‘মটরবাইক রেজিস্ট্রেশন ফি ন্যায় সঙ্গত হওয়া উচিৎ’ উল্লেখ্য করে ওবায়দুল কাদের বলেন, ‘অধিকাংশ মটরবাইক বিনামূল্যে অথবা নামমাত্রমূল্যে আমদানি করা হয়। সেই ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি ন্যায় সঙ্গত হওয়া উচিৎ।’ তাছাড়া বিক্রেতা প্রতিষ্ঠানের উপরও আরও বেশি ট্যাক্স বসানো উচিৎ বলে তিনি মন্ত্রব্য করেন। উদ্বোধন শেষে শাহবাগ থানার সামনে যানবাহন ড্রাইভার ও সাধারণ মানুষের মাঝে জনসচেতনমূলক লিফলেট বিলি করেন মন্ত্রী। একুশে সংবাদ ডটকম/এমকেএইচ/৩০-০৮-০১৪:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1