সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

দিনব্যাপী স্টেট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের আন্তর্জাতিক কর্মশালা

প্রকাশিত: ০৮:৩৮ এএম, আগস্ট ২৯, ২০১৪
একুশে সংবাদ : স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ফার্মেসি বিভাগের উদ্যেগে High-performance liquid chromatography (HPLC) বিষয়ের ওপর দিনব্যাপী আর্ন্তজাতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার গণি চৌধুরী। কর্মশলায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্রোমানিক টেকনোলজিতে জাপানের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ভি. ডি. গায়কোন্ডে। এ সময় ড. ভি. ডি. গায়কোন্ডে এ আয়োজনের বেশ প্রসংসা করেন। এ সময় তিনি বলেন, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের এ ধরনের উদ্যেগ দেশের তরুণ ফার্মাসিস্টদের পেশাগত মান উন্নয়নের গুরুত্ব ভূমিকা রাখবে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যলয় থেকে পাশ করা প্রায় দেড় শতাধিক তরুণ ফার্মাসিস্ট এ কর্মশালায় অংশগ্রহণ করেন। এছাড়া কর্মশালায় আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যলয়ের রেজিস্ট্রার অধ্যাপক এ ওয়াই এম ইকরাম উদ্দিন দৌলা, ফার্মেসি বিভাগের উপদেষ্টা, অধ্যাপক ড. এম এ রশিদ, ঢাকা বিশ্ববিদ্যলয়ের ফার্মেসি অনুষদের শিক্ষক অধ্যাপক ড. এম এ মজিদ ও বিভাগীয় প্রধান ড. হাসিনা ইয়াসমিনসহ স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ফার্মেসি বিভাগের বিভিন্ন শিক্ষকবৃন্দ। কর্মশালা শেষে এতে অংশগ্রহণ করা প্রত্যেকের মাঝে সনদ বিতরণ করা হয়। একুশে সংবাদ ডটকম/আর/২৯-০৮-০১৪:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1