সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

জবিতে তারেক-মিশুক স্মরণে চলচ্চিত্র উৎসব

প্রকাশিত: ০৪:৫৯ এএম, আগস্ট ২৯, ২০১৪
একুশে সংবাদ : আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ এবং চিত্রগ্রাহক ও গণমাধ্যমকর্মী আশফাক মুনীর মিশুক স্মরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) চলচ্চিত্র সংসদের উদ্যোগে গত বুধ ও বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘তারেক-মিশুক স্মরণোৎসব’ পালিত হয়। উৎসবের প্রথমদিন উদ্বোধনী অনুষ্ঠানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, তারেক মাসুদের সহকর্মী ও সহধর্মীনী ক্যাথরিন মাসুদ, অভিনয় শিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের মেন্টর জুনায়েদ আহমদ হালিম উপস্থিত থেকে তারেক মাসুদ ও মিশুক মুনীরের কর্মজীবন সম্পর্কে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন। পরে তারেক মাসুদ পরিচালিত চলচ্চিত্র প্রদর্শিত হয়। উৎসবের দ্বিতীয় দিন সকাল নয়টা থেকে তারেক মাসুদ পরিচালিত এবং মিশুক মুনীরের চিত্রগ্রহণের ছবি প্রদর্শিত হয়। উদ্বোধনী দিন দুপুর ১২টায় প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে স্মরণোৎসবের উদ্বোধন করেন নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, ক্যাথরিন মাসুদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, জুনায়েদ আহমদ হালিমসহ জবি চলচ্চিত্র সংসদের কর্মীরা। এসময় তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন জবি চলচ্চিত্র সংসদের মেন্টর জুনায়েদ আহমদ হালিম। তিনি বলেন, ‘তারেক মাসুদ ও মিশুক মুনীরকে শুধু স্মরণ করাই নয়, তাদেরকে স্মরণের মধ্যদিয়ে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক বাস্তবতার সম্মুখীন হতে অনুপ্রাণিত করে।’ অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে ক্যাথরিন মসুদ বলেন, ‘কোন চলচ্চিত্র নির্মাণের জন্য একজন চলচ্চিত্র পরিচালক ও চিত্রগ্রাহকের মধ্যে যে যে টিমওয়ার্ক ও রসায়ন দরকার সেটা তারেক-মিশুক তাদের সৃজনশীল কাজের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন।’ প্রধান অতিথির বক্তব্যে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু তরুণদের উদ্দেশ্য করে বলেন, ‘সৃজনশীল চলচ্চিত্র নির্মাণের জন্য তারেক মাসুদ ও মিশুক মুনীরের যে পরিশ্রম ও অধ্যাবসায় ছিল তা তরুণদের জন্য অনুকরণীয়।’ প্রথমদিনের আলোচনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জবি চলচ্চিত্র সংসদের সভাপতি শরীফ আহমেদ সনেট। জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক দেবাশীষ বিশ্বাস পাভেলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক সৌম্য সরকার। দুদিনব্যাপী স্মরণোৎসবে প্রদর্শিত হয় ‘মাটির ময়না’, ‘রানওয়ে’, ‘অন্তর্যাত্রা’, ‘নরসুন্দর’, ‘ফেরা’, ‘আদম সুরত’, ‘মুক্তির গান’, ‘মুক্তির কথা’ চলচ্চিত্রগুলো। একুশে সংবাদ ডটকম/আর/২৯-০৮-০১৪:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1