সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

প্রথম হজ ফ্লাইট পৌঁছেছে জেদ্দায়

প্রকাশিত: ০৪:০৩ এএম, আগস্ট ২৯, ২০১৪
একুশে সংবাদ : বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছে। হজযাত্রী বহনকারী ফ্লাইটটি গতকাল বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ২৫ মিনিটে জেদ্দার কিং আবুদল আজিজ বিমানবন্দরে অবতরণ করে। মক্কার হজ মিশন সূত্রে জানা গেছে, প্রথম ফ্লাইটে হজ করতে আসা যাত্রীর সংখ্যা ছিল ৪১৯ জন। ফ্লাইটটি বাংলাদেশ সময় গতকাল বুধবার সকাল সাতটা ১৫ মিনিটে ঢাকা ত্যাগ করে।হজযাত্রীদের দেওয়া হচ্ছে সৌদি সরকারের উপহার। জেদ্দা বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইটের যাত্রীদের অভ্যর্থনা জানান সৌদি আরব সরকারের হজবিষয়ক উপমন্ত্রী আবদুল্লাহ মোহাম্মদ মারগানি ও সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহিদুল ইসলাম। এ সময় জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এ কে এম শহিদুল করিম, কাউন্সিলর (শ্রম) মো. মোকাম্মেল হোসেন, কনসাল (হজ) আসাদুজ্জামান, প্রতিরক্ষা অ্যাটাশে ফখরুল ইসলাম, সৌদি আরবের হজ দপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আবদুল্লাহ বারাউই, দক্ষিণ এশিয়াবিষয়ক হজ কমিটির চেয়ারম্যান রাফাত ইসমাইল বদর, পরিবহন কর্তৃপক্ষের পরিচালক খালেদ মোকতারসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রথম ফ্লাইটে আসা সব হজযাত্রীকে সৌদি সরকারের পক্ষ থেকে একটি করে জায়নামাজ, তসবিহ ও আতর উপহার দেওয়া হয়। পরে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে হজযাত্রীরা বাসযোগে জেদ্দা থেকে মদিনায় রওনা হন। এ সময় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা তাঁদের সহযোগিতা করেন। একুশে সংবাদ ডটকম/আর/২৯-০৮-০১৪:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1