সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ভারতের সঙ্গে নৌ-চুক্তির কথা ভাবছে সরকার : অর্থমন্ত্রী

প্রকাশিত: ০৯:৩৬ এএম, আগস্ট ২৭, ২০১৪
একুশে সংবাদ : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ভারতের সঙ্গে নৌ-চুক্তি করার চিন্তা-ভাবনা চলছে সরকার। আজ বুধবার সচিবালয়ে পর্যটন সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। অর্থমন্ত্রী বলেন, 'ভারতের সঙ্গে আমাদের অনেক পুরনো একটি নৌ-চুক্তি রয়েছে। ১৯৬৫ সালে সম্পাদিত এ চুক্তির আলোকে শুধু কার্গো কিংবা মালামাল পরিবহন করা যায়। সড়ক ও রেলপথে যাত্রী পরিবহনে ভারতের সঙ্গে চুক্তি থাকলেও নৌপথে এ সুযোগ নেই। পর্যটনের স্বার্থেই এ রকম একটি চুক্তি প্রয়োজন। তাই ভারতের সঙ্গে একটি নৌ-চুক্তি স্বাক্ষরের চিন্তা করছে সরকার।' পর্যটনশিল্পকে উৎসাহিত করতে ২০১৬ সালকে পর্যটন বর্ষ এবং ২০১৮ ও ২০১৯ সালে পর্যটন উৎসব পালন করা হবে বলেও জানান মুহিত। অর্থমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে অন্যান্যের মধ্যে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ এম মাহমুদ আলী, নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। একুশে সংবাদ ডটকম/এমকেএইচ/২৭-০৮-০১৪:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1