সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ব্যয়বহুল বিদ্যুৎ উৎপাদন কাম্য নয়

প্রকাশিত: ০৮:২০ এএম, আগস্ট ২৭, ২০১৪
বর্তমান সরকার প্রথমবার ক্ষমতাসীন হয়েই বিদ্যুৎ ও জ্বালানি খাতকে ঘিরে অগ্রাধিকারভিত্তিক মহাপরিকল্পনা প্রণয়ন করে। দ্রুত বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে বিশেষ আইন বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন-২০১০ করা হয়। এ আইনের ফলে কোনোরকম জবাবদিহি ছাড়াই সরকার রেন্টাল ও কুইক রেন্টালের মতো স্বল্পমেয়াদি বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় যায়। তখন সমালোচনার জবাবে বলা হয়েছিল, মধ্য ও দীর্ঘমেয়াদি প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এসব স্বল্পমেয়াদি ব্যবস্থার ইতি ঘটবে। কিন্তু বাস্তবে তার কোনো প্রতিফলন লক্ষ করা গেল না; বরং ২০১২ সালের পর এবার আরেকবার বিশেষ আইনটি সংশোধন করে কুইক রেন্টালের মেয়াদ আরও চার বছর বাড়ানো হলো। মূলত এ সিদ্ধান্তের মাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে সরকারের পরিকল্পনার লক্ষ্যচ্যুতির আভাস পাওয়া গেল। বাস্তবেও আমরা লক্ষ করেছি, মধ্য ও দীর্ঘমেয়াদি বিদ্যুৎ উৎপাদন প্রকল্পগুলো নিছক আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে। অন্যদিকে কুইক রেন্টালের ওপর নির্ভরতা বিদ্যুৎ খাতের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করল। একটি বিকাশমান অর্থনীতির জন্য আমাদের বিপুল পরিমাণ বিদ্যুতের প্রয়োজন। এ পরিপ্রেক্ষিতে সরকারের গৃহীত মহাপরিকল্পনা ছিল সময়োপযোগী। কিন্তু গোড়াতেই বিশেষ আইনের মাধ্যমে রেন্টাল ও কুইক রেন্টালের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ইনডেমনিটি প্রদান করলে বিতর্কের ঝড় ওঠে। কুইক রেন্টালের কারণে অত্যধিক তেল আমদানির কারণে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ঝুঁকিতে পড়ে। এ খাতে ভর্তুকি হ্রাসের জন্য ছয় দফায় বিদ্যুতের দাম বাড়ানো হয় ৬৩ দশমিক ৫৬ শতাংশ। এর ফলে সীমিত ও নির্দিষ্ট আয়ের মানুষ দুর্ভোগে পড়ে, আর বিনিয়োগ হ্রাস পায়। বর্তমানে আইনটির মেয়াদ বাড়ানোর কারণে বিদ্যুতের মূল্যবৃদ্ধির এ ধারা অব্যাহত থাকার শঙ্কা রইল। সরকারের বিদ্যুৎ ও জ্বালানি মহাপরিকল্পনা অনুযায়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। গ্যাসের অভাবে বর্তমানে সুবিধা থাকা সত্ত্বেও এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে না। অর্থাৎ মধ্য ও দীর্ঘমেয়াদি প্রকল্পগুলোর অবস্থা করুণ। এ অবস্থায় কুইক রেন্টালের ওপর নির্ভরশীলতায় কিছু লোকের সুবিধা হলেও বৃহত্তর জাতীয় স্বার্থ উপেক্ষিত হলো। কুইক রেন্টাল মূলত যুদ্ধকালীন ও জরুরিভিত্তিক ব্যয়বহুল একটি বিশেষ ব্যবস্থা। জাতীয় উন্নয়নে এটা বিদ্যুৎ নিরাপত্তা দিতে সক্ষম নয়। তাই সরকারের উচিত এসব স্বল্পমেয়াদি প্রকল্প গুটিয়ে মধ্য ও দীর্ঘমেয়াদি প্রকল্প বাস্তবায়ন করা। একইসঙ্গে কুইক রেন্টাল নিয়ে অনিয়ম ও আর্থিক অভিযোগগুলো খতিয়ে দেখা জরুরি। একুশে সংবাদ ডটকম/এফরান/২৭.০৮.০১৪:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1