সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কানাডায় বঙ্গবন্ধুর খুনিদের হস্তান্তরের দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৫:০৫ এএম, আগস্ট ২৭, ২০১৪
একুশে সংবাদ : কানাডা থেকে অবিলম্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের বাংলাদেশে হস্তান্তরের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে কানাডা আওয়ামী লীগ। গত সোমবার দুপুরে কানাডার রাজধানী অটোয়াস্থ পার্লামেন্ট ভবনের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর অন্যতম মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি লে. কর্নেল নূর চৌধুরী, লে.কর্নেল (অব.) এসএইচ এমবি নূর চৌধুরী, ক্যাপ্টেন (অব.) হাশেম কিসমত, ক্যাপ্টেন (অব.) নাজমুল হোসেন আনসারকে কানাডা থেকে দ্রুত বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করার দাবি জানানো হয়। বিক্ষোভ সমাবেশে কুইবেক আওয়ামী লীগের সভাপতি মুন্সী বশীর বলেন, ‘কানাডা সরকার বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনীদের আশ্রয় দিয়ে এদেশের ভাবমূর্তি নষ্ট করেছে।’ ‘এই খুনিদের অতিদ্রুত বাংলাদেশ সরকারের হাতে ফেরত দেয়ার জন্য’ তিনি কানাডার সরকারের কাছে অনুরোধ জানান। তিনি উল্লেখ করে বলেন, ‘প্রতিবছর আগস্ট মাসে অন্তত দু’বার বঙ্গবন্ধুর খুনীদের বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করার দাবিতে পার্লামেন্ট ভবনের সামনে তারা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে আসছেন। কিন্তু কোনো কাজ হয়নি। এই খুনিদের যতদিন পর্যন্ত বাংলাদেশ সরকারের কাছে ফেরত পাঠানো হবে না, ততদিন পর্যন্ত তাদের এ আন্দোলন অব্যাহত থাকবে।’ কুইবেক আওয়ামী লীগের সভাপতি মুন্সী বশিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা সাজ্জাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন কানাডা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক ছাত্রনেতা দিদার মাহমুদ ভূইয়া, কুইবেক ও কানাডা আওয়ামী লীগের সহ-সভাপতি এম, এ কাশেম, অটোয়া আওয়ামী লীগের সভাপতি ড. ওমর সেলিম, সিকদার মতিউর রহমান, আতিক ভূইয়া, মোব্বাসের আলী, সাধারণ সম্পাদক আবু সাইফুদ্দিন, কানাডা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজেদা হোসেন, ইঞ্জিনিয়ার এলেন হেলাল, কানাডা কুইবেক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিন মিয়া, অটোয়া বাংলা কমিউনিটির সার্ভিস সেন্টারের পরিচালক সোমা সাইফুদ্দিন, কানাডা কুইবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সানজিদা বাবলী, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ আবু ইউছুফ সুজন, সহ-সভাপতি মো. শাহজাহান ভুইয়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মামুন আহমেদ, কানাডা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ও সাংবাদিক রনজিৎ মজুমদার, সমাজ কল্যান সম্পাদক ও বীরমুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আহমেদ, সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার রঞ্জন কুমার দাস, কুইবেক আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুর রহিম, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী আলী আহমেদ, অটোয়া আওয়ামী লীগের আওয়ামী লীগের নেত্রী রোকিয়া রহমান, মো. নাছির আহমেদ, শরীফ ইকবাল চৌধুরী, সাংবাদিক তানভীর ইউছুফ রনী, সাংবাদিক মাহমুদুল হাসান রুবেল, সাংবাদিক কবীর চৌধুরী ও আতিক সাইফুদ্দিন প্রমূখ। বিক্ষোভ সমাবেশ শেষে কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার এবং বাংলাদেশ হাইকমিশনে স্মারকলিপি প্রদান করা হয়। বাংলাদেশ হাইকমিশনের পক্ষে অনুলিপি গ্রহণ করেন ফার্স্ট সেক্রেটারি মকসুদ খান। বিক্ষোভ সমাবেশে অটোয়া, টরান্টো, কুইবেক ও মন্ট্রিয়ালের শিশু-কিশোর, পুরুষ ও মহিলা, সাংবাদিক, বুদ্ধিজিবী সহ মুক্তিযুদ্ধের স্বপক্ষের বহু প্রবাসীরা অংশ নেন। একুশে সংবাদ ডটকম/আর/২৭-০৮-০১৪:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1