সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

নিহত পুলিশ কনস্টেবলের স্ত্রী-সন্তানের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ আগামীকাল

প্রকাশিত: ০১:০৬ পিএম, আগস্ট ২১, ২০১৪
মমিনুল ইসলাম বাবু কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলাধীন ঘড়িয়ালডাঙ্গা ইউপি’র কিশামত গোবধা গ্রামের মৃত আবু সামার কনিষ্ঠ পুত্র পুলিশ কনস্টেবল হযরত আলী (৩৩) গাইবান্ধার সুন্দরগঞ্জ থানায় কর্মরত অবস্থায় ২০১৩ ইং সনে ২৮ ফেব্র“য়ারী জামাত-শিবিরের নির্মম হামলায় নিহত হন। নিহত পুলিশ কনস্টেবল হযরত আলীর স্ত্রী মোছাঃ লায়লা বেগম (২৮) ও তার একমাত্র পুত্র ইফতেখারুল ইসলাম ওরফে ইফতেখার (৬) কে নিয়ে তিনি মানবেতর জীবন যাপন করে আসছিল। স¤প্রতি কুড়িগ্রামের পুলিশ সুপার সঞ্জয় কুমার কুন্ডু’র উদ্যোগে ও রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এম ময়নুল ইসলামের আয়োজনে গত ঈদুল ফিতরের এক সপ্তাহ পূর্বে থানা চত্বরে হযরত আলীর স্ত্রী-সন্তানকে বিভিন্ন গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে ঈদ সামগ্রী তুলে দেয়া হয়। এ খবর বিভিন্ন জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশ হওয়ার পর বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, ১৯ আগষ্ট ২০১৪ ইং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম স্বাক্ষরিত এক পত্রে ওই নিহত পুলিশ কনস্টেবল হযরত আলীর স্ত্রী ও সন্তানকে ২২ আগষ্ট ২০১৪ সকাল ১০ ঘটিকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাতের জন্য ডাকেন। কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার স্বাক্ষরিত পরিচয়পত্র নিয়ে নিহত পুলিশ সদস্য হযরত আলীর স্ত্রী লায়লা বেগম (২৮) ও তার একমাত্র পুত্র সন্তান ইফতেখার (৬) এবং তাদের বহনকারী লায়লা বেগমের ভাগিনা রবিউল ইসলাম (৩১) আজ শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করবেন।

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1