সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কুঠিবাড়ির জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান শুরু

প্রকাশিত: ০৬:৫৩ এএম, আগস্ট ২১, ২০১৪
 একুশে সংবাদ : 8a07051fcb3adf80f04e21c0256e9bb5-Kustiaকুষ্টিয়ার শিলাইদহের রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কুঠিবাড়ির সামনে ছয় একর জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনার উচ্ছেদে অভিযান শুরু করেছে প্রশাসন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে এ অভিযান শুরু হয়।
সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনজুরুর রহমান ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা বিভাগের আঞ্চলিক পরিচালক মো. আমিরুজ্জামানের উপস্থিতিতে কুমারখালী উপজেলার ভূমি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শতাধিক পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। ৪০০ জন শ্রমিককে এ উচ্ছেদের কাজে নিয়োজিত করা হয়েছে। এ ব্যাপারে জাহাঙ্গীর আলম জানান, ১৯৯৯-২০০০ সালে এ জমির অবৈধ স্থাপনা উচ্ছেদ নিয়ে একজন দখলদার মামলা করেছিলেন। সম্প্রতি আদালত সরকারের পক্ষে রায়ে দিয়ে এখানে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে নির্দেশ দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে আজ এ অভিযান চালানো হচ্ছে। এখান থেকে ২৮টি দোকান, দুটি বাড়ি ও কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান উচ্ছেদ করা হবে। কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন প্রথম, কয়েক বছর ধরে মামলা লড়ার পর আদালতের রায়ে কুঠিবাড়ির এ সম্পত্তি ফিরে পেয়েছে সরকার। এজন্য আজ উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে।

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1