সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

পিনাক-৬ উদ্ধার হয়নি সরকারের কারণে

প্রকাশিত: ১২:৫৩ পিএম, আগস্ট ২০, ২০১৪
একুশে সংবাদ : 'পিনাক-৬’ লঞ্চটির উদ্ধার ও অনুসন্ধান তত্পরতা সরকার ইচ্ছা করেই বন্ধ করে দিয়েছে অভিযোগ নাগরিক ঐক্যের আলোচনা সভায়। আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে নাগরিক ঐক্য আয়োজিত 'মৃত্যু অববাহিকা, বাংলাদেশের সড়ক ও নৌপথ' শীর্ষক আলোচনায় এই নাগরিক ঐক্যের বক্তারা অভিযোগ করে বলেন, ‘গরীব মানুষের লাশ তুলতে সরকারের কোনো দায় নেই বলেই এই কাজ করা হয়েছে। চেষ্টা চালিয়ে গেলে লঞ্চটি উদ্ধার করা সম্ভব ছিলো।' আলোচনায় জাতীয় পানি সম্পদ পরিষদের বিশেষজ্ঞ সদস্য, নৌ-স্থপতি এবং পরামর্শক ড. আবদুর রহিম বলেছেন, 'নৌ-দুর্ঘটনা কেড়ে নিয়েছে হাজারো প্রাণ। তদন্ত হয়েছে কিন্তু কোনো ইতিবাচক পরিবর্তন আসেনি। তদন্ত রিপোর্টে লেখা থাকে গোপনীয়, তাই এটা থেকে কেউ কোনো শিক্ষা নিতে পারে না, এমনকি প্রশাসনও নয়। যে দু'একটা রিপোর্ট প্রকাশ হয়েছে সেখানেও শেখার কিছু নেই।' এই নৌস্থপতি আরো বলেন, পিনাক-৬ অনুসন্ধানে যে আধুনিক প্রযুক্তি ও সরঞ্জামাদি ব্যবহার করা হয়েছে এগুলো পরিষ্কার পানির জন্য। পদ্মার মতো নদীর ঘোলা জলে যে প্রযুক্তি দরকার সেগুলো আনা হয়নি। আর এভাবে অনুসন্ধান বন্ধ করাও ঠিক হয়নি। আলোচনায় স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, নদী আর রেলপথ সবচেয়ে নিরাপদ এবং কম খরচের হলেও যুগ যুগ ধরে এই দু'টি চলাচল পথ ধ্বংস করে দেয়া হয়েছে। দেশে সহস্র খাতে বেহিসাবি খরচ হয়েছে কিন্তু নৌ আর সড়ক নিরাপত্তায় খরচের পরিমাণ অত্যন্ত কম। নাগরিক ঐক্যের প্রধান মাহমুদুর রহমান মান্না পিনাক-৬ অসুন্ধান ও উদ্ধার তত্পরতা বন্ধের সমালোচনা করে বলেন, মাত্র কয়েকদিনেই অনুসন্ধান বন্ধ করে দেয়া সরকারের অবহেলার পরিচয় বহন করে। একুশে সংবাদ ডটকম/এমকেএইচ/২০-০৮-০১৪:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1