সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ভাষা সৈনিক মতিন’র সফল অস্ত্রোপচার, চিকিৎসা খরচ রাষ্ট্রের

প্রকাশিত: ১১:৪৩ এএম, আগস্ট ২০, ২০১৪
একুশে সংবাদ : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন ভাষা সৈনিক আবদুল মতিনের সফল অস্ত্রোপচার করা হয়েছে। চিকিৎসার সকল খরচ সরকার বহন করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আজ বুধবার দুপুরে বিএসএমএমইউয়ে ভাষা সৈনিককে দেখে হাসপাতাল থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী। এরআগে দুপুর ২টা ২০ মিনিটে আবদুল মতিনকে দেখতে বিএসএমএমইউতে যান মন্ত্রী। সেখানে ভাষা সৈনিকের স্ত্রী গুলবাদুন নেসা মনিকাকে সমবেদনা জানিয়ে তাকে ধৈর্য্য ধরতে বলেন মন্ত্রী। আবদুল মতিনের চিকিৎসা সঠিকভাবে হচ্ছে বলেও মনিকাকে আশ্বস্ত করেন নাসিম। এরআগে সকালে ভাষা সৈনিকের মাথায় সফল অস্ত্রোপচার করেন বিএসএমএমইউয়ের চিকিৎসকরা। বুধবার সকাল সাড়ে ১১টায় শুরু হয় অস্ত্রপচার। শেষ হয় দুপুর পৌনে ১টায়। আবদুল মতিনকে চিকিৎসার প্রয়োজনে দেশের বাইরে নেয়া হবে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘প্রয়োজন হলে অবশ্যই নেয়া হবে। তবে এখনও সেই প্রয়োজনীয়তা আসেনি।’ বিএসএমএমইউয়ের নিউরোসার্জারি বিভাগের চেয়ারম্যান ডা. এম আফজাল হোসেন বলেন, ‘ভাষাসৈনিক আবদুল মতিনের অনেক পুরনো একটা ক্ষত ছিল। সেখান থেকেই রক্তক্ষরণ হচ্ছিলো। তার অপারেশনটা একটু বিপজ্জনক ছিল। তবে অপারেশন সফলভাবে শেষ হয়েছে।’ মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘এই অপারেশটা বেশ ঝুঁকিপূর্ণ ছিল। আমাদের চিকিৎসকরা সেই ঝুঁকির বিষয়টি মাথায় রেখে অপারেশন করেছেন।’ একুশে সংবাদ ডটকম/এমকেএইচ/২০-০৮-০১৪:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1