সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

'মহুয়া সুন্দরী' চলচ্চিত্রে নতুন রুপে পরী মনি

প্রকাশিত: ০৭:১৫ এএম, আগস্ট ২০, ২০১৪
একুশে সংবাদ : ময়মনসিংহ গীতিকার মহুয়া সুন্দরীকে আবারও দেখা যাবে রূপালী পর্দায়। আবারও মহুয়ার প্রেমে মজবে গোটা হল। আর এবার মহুয়ার চরিত্রে দর্শকের মন মাতাবেন এরইমধ্যে দর্শকের কাছে ঢালিউডের 'কিউট গার্ল' খেতাব পাওয়া উঠতি নায়িকা পরী মনি। ২০১৩-১৪ অর্থবছরে তথ্য মন্ত্রণালয় থেকে সরকারি অনুদান পাওয়া এ সিনেমাটিতে নায়ক হিসেবে থাকছেন সুমিত। মহুয়া সুন্দরী আগেও আবির্ভূত হয়েছে রূপালী পর্দায়। ১৯৬৬ সালে আলি মনসুর নির্মাণ করেছিলেন ‘মহুয়া’। পরে ১৯৮৬ সালে শামসুদ্দিন টগর নির্মাণ করেন ‘মহুয়া সুন্দরী’। এবার 'মহুয়া সুন্দরী' রিমেক করছেন পরিচালক রওশন আরা নিপা। নিপা জানান, 'মহুয়া সুন্দরী' একটি নিখুঁত প্রেমের গল্প। এ সময়ের প্রেক্ষাপটে ফ্ল্যাশব্যাকে হাজির করা হবে মহুয়া সুন্দরীকে। যাত্রাপালার নায়িকা 'ছবি'র মাধ্যমে তিনি দর্শককে নিয়ে যাবেন মহুয়ার কাছে। আর এ ছবি চরিত্রটিতেই থাকছেন পরী মনি। আগামী সেপ্টেম্বরেই ঢাকার নবাবগঞ্জ এবং গাজীপুরে কাপাসিয়ায় সিনেমার শ্যুটিং শুরু হবে। তিনি বলেন, সিনেমায় ছবি থাকবে যাত্রদলের নায়িকা। যাত্রায় মহুয়া চরিত্রে অভিনয় করতে গিয়ে ছবি নিজেকে মহুয়া ভাবতে শুরু করে। অন্যদিকে যাত্রা দেখতে আসা জীবনও নিজেকে মহুয়ার প্রেমিক জমিদারবাবু ভাবতে শুরু করে। এরপর শুরু হয় স্বপ্নগাঁথা। দু'টো অবুঝ মনের প্রেমের কাব্য। সিনেমাতে গান রয়েছে আটটি। সংগীতায়োজন করছেন অমিত ও ইমন সাহা। 'মহুয়া সুন্দরী' চরিত্রে পরী মনিকে বেছে নেওয়ার কারণ হিসেবে নিপা বলেন, 'গ্ল্যামারাস একটি মেয়ে খুঁজছিলাম মহুয়া চরিত্রের জন্য। পরীর মধ্যে সে গ্ল্যামারটি খুঁজে পেয়েছি। ১৯৯৭ সালে 'গোধূলির লগন' নাটকের মাধ্যমে পরিচালনায় আসেন নিপা। এরপর 'আপন আমার আপন', 'বিজয়িনী', 'অবাক জলপান'সহ বেশকটি নাটক নির্মাণ করেন তিনি। 'ঠাকুরমার ঝুলি' এবং 'কুয়াশার কণা' নামে দুটি ধারাবাহিকও নির্মাণ করেছেন তিনি। তবে নিপা বেশি মনোযোগী ছিলেন প্রামাণ্যচিত্র নির্মাণের প্রতি। দৌলতদিয়া যৌনপল্লীর শিশুদের নিয়ে ‘চিলড্রেন ইন দ্য হিডেন ওয়ার্ল্ড’ শিরোনামে প্রামাণ্যচিত্র নির্মাণের মাধ্যমে সে যাত্রা শুরু। সম্প্রতি তিনি ‘জননী’ নামে মুক্তিযুদ্ধভিত্তিক একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। অন্যদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে পরী মনি অভিনিত 'ভালোবাসা সীমাহীন', 'রানা প্লাজা', 'মনজুড়ে তুই' ও 'পুড়ে যায় মন'। এছাড়া শুটিং চলছে 'মন জানে না মনের ঠিকানা', 'লাভার নাম্বার ওয়ান' ও 'ধূমকেতু'সহ আরও কয়েকটি ছবির। এছাড়া হাতে রয়েছে এফআই মানিকের সারপ্রাইজ, শাহিন সুমনের প্রবাসী ডন, ফারুক ওমরের ভালোবাসা অনেক জ্বালাসহ আরও কয়েকটি ছবি। একুশে সংবাদ ডটকম/আর/২০-০৮-০১৪:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1