সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আজ থেকে ফরিদপুর-রাজবাড়ীর রেল চলাচল শুরু

প্রকাশিত: ০৫:৫৭ এএম, আগস্ট ২০, ২০১৪
একুশে সংবাদঃ দীর্ঘ ১৬বছর পর আজ বুধবার থেকে ফরিদপুর-রাজবাড়ী রেলপথে রেল চলাচল শুরু হবে। আজ বিকেলে আনুষ্ঠানিক ভাবে শুরু হবে রেল চলাচল। রেল চলাচল এর উদ্বোধন করবেল রেল মন্ত্রী মুজিবুল হক এমপি। অনুষ্ঠানে প্রধাণ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি। রেল চলাচলের ফলে ফরিদপুর অঞ্চলের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে, সেই সাথে এলাকার অর্থনৈতিক উন্নয়নও ত্বরান্বিত হবে। ১৯৯৮ সালে অব্যবস্থাপনার কারণে ও লোকসানের অজুহাতে বন্ধ হয়ে যায় ফরিদপুর-রাজবাড়ী রেলযোগাযোগ ব্যবস্থা। দীর্ঘ ১৬ বছর পর আওয়ামী লীগ সরকার আসার পর এ রেলপথ পুনরায় চালুর উদ্যোগ নেয়। ২০১০ সালে রুটটি পূণ:নির্মান কাজ শুরু হয়। বর্তমানে ছয়টি ষ্টেশনসহ দীর্ঘ ২৫ কিলোমিটার রেলপথ ৮৯ কোটি টাকা ব্যায়ে পুণ:নির্মান করা হয়েছে বলে রেলওয়ে সুত্রে জানা গেছে। গত ৭ আগষ্ট পরীক্ষামূলকভাবে চালু করা হয় রেল। এতে এ অঞ্চলের মানুষের মনে আশার সঞ্চার হয়েছে। এদিকে, রাজবাড়ীর (পাচুড়িয়া) ফরিদপুর রেলপথ পুনরায় চালুর খবরে উচ্ছাসিত ফরিদপুরবাসী। তাদের মতে এ রেলপথ চালু হলে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে আর আসবে অর্থনৈতিক পরিবর্তনও। শুধু তাই নয় নানাভাবে উপকৃত হবে ফরিদপুর অঞ্চলের মানুষ। এই রেলপথ এখন রেল চলাচলের জন্য সম্পূর্ণ ভাবে প্রস্তুত। আজ থেকে আনুষ্ঠানিক ভাবে এ রুটে নিয়মিত রেল চালাচল শুরু হবে। ভবিষ্যতে পদ্মা লিংকস প্রকল্পের আওতায় এ লাইন ঢাকার সাথে সংযুক্ত হবে। তাতে ফরিদপুর অঞ্চরের অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। জনবল সংকট থাকায় আপাতত তিনটি ষ্টেশনে থামবে রেল। জনবল নিয়োগ দেয়ার পর পূর্ণরুপে চালু তবে রুটটি। দীর্ঘদিন পর রেল চালু হওয়ায় উচ্ছাসিত এলাকাবাসী। রেল চালু হওয়ায় স্বাচ্ছন্দে যাতায়াত করতে পারবে মানুষ। রেল চলাচল প্রসঙ্গে নারী নেত্রী সায়েদুন নাহান পান্না বলেন, বিএনপি’র আমলে ফরিদপু-রাজবাড়ী রেল চলাচল বন্ধ করে দেয়। রেল চলাচল বন্ধের ফলে ফরিদপুর অঞ্চলের মানুষ কিছুটা হলেও ক্ষতিগ্রস্থ হয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ফরিদপুরের উন্নয়নের রূপকার কর্মবীর ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন উদ্যোগ নেয় পুন:রায় ফরিদপুর-রাজবাড়ী রুটে রেল চলাচলের। মন্ত্রী মহোদয়ের ঐকান্তি চেষ্টায় অবশেষে পুন:রায় রেল চলাচল শুরু হচ্ছে। আর রেল চলাচলের ফলে এঅঞ্চলের মানুষের উন্নয়ন হবে। কাজ বাড়বে শ্রমিকদের। উন্নয় হবে এ অঞ্চলের মানুষের। স্কুল ছাত্র হিয়া বলেন, রেল চলাচল শুরু হচ্ছে যেনে আমি খুবই আনন্দিত এবং উল্লাসিত। আমি কোনদিন রেলে চড়িনি। আজ রেল চলাচল শুরু হবে। আমি এখন রেলে চড়তে পারব। রেল জার্নি আরাম দায়ক এবং কম ঝুঁকি পূর্ণ। কমিউষ্টি পার্টির ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুজ্জামান লায়েক বলেন, দীর্ঘ ১৬বছর পর পুন:রায় ফরিদপুর-রাজবাড়ী রেল যোগাযো শুরু হচ্ছে আজ। ফরিদপুর-রাজবাড়ী রেল যোগাযো এর জন্য দীর্ঘদিন আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আমি মনে করি এটি আমাদের আন্দোলনের ফসল। রেল চালু হওয়ায় উত্তরবঙ্গের সাথে ফরিদপুরের ব্যবসায়িক যোগাযোগ সহজতর হবে। এতে ফরিদপুর অঞ্চলের ব্যবসা বাণিজ্যে প্রসার হওয়ার পাশাপাশি মানুষ ন্যয্যমূল্যে পন্য ক্রয় করতে পারবে। দীর্ঘ ১৬ বছর পর ফরিদপুর অঞ্চলের মানুষ রেলওয়ের কু-ঝিকঝিক শব্দ শোনার প্রতীক্ষায় রয়েছে। এদিকে পুন:রায় রেল চালু হওয়া সম্পর্কে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল, (রাজশাহীর) ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল আউয়াল ভূঞা বলেন, আমাদের কাজ সম্পূর্ন হয়েছে। আজ থেকে ট্রেন চলাচল শুরু হবে। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় ও স্থানীয় মন্ত্রী মহোদয় এর উদ্বোধন করবেন। তিনি আরও বলেন, আগামী জুন মাসের মধ্যে ফরিদপুর-ভাঙ্গা রুটে রেল চলাচল শুরু করতে পারব।   একুশে সংবাদ ডটকম/ কে. এম. রুবেল, ফরিদপুর/২০.০৮.১৪।

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1