সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

একনেকে ৪২৪ কোটি টাকার প্রকল্প অনুমোদন

প্রকাশিত: ১২:৪২ পিএম, আগস্ট ১৯, ২০১৪
একুশে সংবাদ : গ্রামীণ এলাকায় বসবাসরত মানুষের আবাসনের জন্য দেশের সাতটি বিভাগে সমবায়ভিত্তিক বহুতল ভবন নির্মাণে ৪২৪ কোটি ৩৪ লাখ টাকার প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। আজ মঙ্গলবার রাজধানীর শেরো-বাংলানগর এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে 'একনেক' এর বৈঠকে এ প্রকল্প অনুমোদন দেয়া হয়। সভাশেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল সাংবাদিকদের বলেছেন, সাত বিভাগের সাতটি উপজেলায় গ্রোথ সেন্টারে চারতলাবিশিষ্ট আকারে এই ভবন নির্মাণ করা হবে। প্রত্যেক জনপদ বা গ্রামে ২৭২ জন বসবাস করতে পারবে। তিনি বলেন, পরীক্ষামূলকভাবে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। সফলতার ওপর ভিত্তি করে ভবিষ্যতে প্রকল্প আরো সম্প্রসারণ করা হবে। মন্ত্রী আরও জানান, প্রকল্পের আওতায় চারটি ক্যাটাগরিতে ভবন নির্মাণ করা হবে। ফ্লোর প্ল্যানগুলো হলো-টাইপ এ-তে ফ্ল্যাটের আকার হবে ৯১৫ বর্গ ফুট, টাইপ বি-তে ৭১০ বর্গফুট, টাইপ সি-তে ৪৬০ বর্গফুট এবং ফ্ল্যাট ডি-তে ৩৬৫ বর্গফুট। প্রতি বর্গফুটের মূল্য ১৬০৩ টাকা। প্রকল্প এলাকা চিহ্নিত করার ক্ষেত্রে যে সব এলাকার জনগোষ্ঠী দেশের বাইরে থাকে এবং রেমিটেন্স বেশি আসে এমন এলাকাকে অগ্রাধিকার দেয়া হচ্ছে। মোট প্রকল্প ব্যয়ের ৭০ শতাংশ সরকার এবং বাকী ৩০ শতাংশ বহন করবে সুবিধাভোগীরা। ফ্ল্যাট মালিকরা ১৫ বছরে সরকারকে ৫ শতাংশ সুদহারে ঋণের টাকা পরিশোধ করবে। এই হিসেবে সরকার প্রকল্পের জন্য ৩৬২ কোটি ৯৮ লাখ এবং সুবিধাভোগীরা ৬১ কোটি ৩৬ লাখ টাকা ব্যয় করবে। একুশে সংবাদ ডটকম/একেএইচ/১৯-০৮-০১৪:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1