সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

জেলা ও দায়রা জজ সমপর্যায়ে ৮ কর্মকর্তার রদবদল

প্রকাশিত: ১২:২৫ পিএম, আগস্ট ১৯, ২০১৪
একুশে সংবাদ : বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের ৮ কর্মকর্তাকে তাদের বর্তমান কর্মস্থল থেকে বদলিপূর্বক নিয়োগ করেছে আইন মন্ত্রণালয়। এ বিষয় মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে মঙ্গলবার আদেশ জারি করা হয়েছে। আইন মন্ত্রণালয় জানায়, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপীলাত ট্রাইব্যুইনাল, ঢাকার সদস্য (জেলা জজ) নুরুল ইসলাম খানকে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে সংযুক্ত কর্মকর্তা হিসেবে, ফরিদপুরের জেলা ও দায়রা জজ মো. আনোয়ারুল হককে বরিশালের জেলা ও দায়রা জজ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা এর রেজিস্ট্রার একেএম নাসির উদ্দিন মাহমুদকে চট্টগ্রামের জেলা ও দায়রা জজ, সাতক্ষীরার জেলা ও দায়রা জজ মো. ওবায়দুস সোবহানকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ, নাটোর জেলা ও দায়রা জজ মো. জাহিদুল ইসলামকে ফরিদপুরের জেলা ও দায়রা জজ, বাগেরহাটের জেলা ও দায়রা জজ এসএম সোলয়মানকে ঝালকাঠি জেলা ও দায়রা জজ, রংপুরের বিশেষ জজ (জেলা জজ) মো. রবিউল হাসানকে মেহেরপুরের জেলা ও দায়রা জজ এবং পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রইব্যুনালের বিচারক (জেলা জজ) মো. সফিকুল ইসলামকে প্রেষণে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ঢাকার পরিচালক (প্রেশিক্ষণ) পদে বদলি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থের এ আদশটি জারি করেন আইন মন্ত্রণালয়ের উপ-সচিব (প্রশাসন-১) মিজানুর রহমান খান। একুশে সংবাদ ডটকম/এমকেএইচ/১০-৮-০১৪:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1