সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ভারত ব্যবসায়িক সম্পর্ক সুদৃঢ় করতে চায় : পঙ্কজ শরণ

প্রকাশিত: ১২:০৫ পিএম, আগস্ট ১৯, ২০১৪
একুশে সংবাদ : বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ বলেছেন, বাংলাদেশের সাথে আমরা ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যসমূহের বৃহত্তর ব্যবসায়িক সম্পর্ক আরো সুদৃঢ় করতে চাই। সিলেটে মেঘালয় হর্টিকালচার এন্ড হ্যান্ডলোম প্রোডাক্টের উদ্যোগে মঙ্গলবার প্রথমবারের মতো আয়োজিত মেঘালয়ের ' বায়ার -সেলার মিট অন মেঘালয়া হটি কালচার ও হেন্ড লোম প্রডাক্ট' অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপনকালে হাইকমিশনার এ কথা বলেন। নগরীর অভিজাত হোটেল মেট্রো ইন্টারন্যাশনালে আয়োজিত এ অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন-সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার সোমনাথ হালদার, সিলেট কাস্টমসের কমিশনার ড.নুরুজ্জামান। সূচনা বক্তব্য রাখেন-মেঘালয় রাজ্য সরকারের কৃষি মন্ত্রণালয়ের প্রিন্সিপাল সেক্রেটারি পচিস্টার কারকংগার। ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশের সাথে ভারতের যদিও বাণিজ্য ঘাটতি রয়েছে তবে সেই অবস্থার দিন দিন উন্নতি হচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে বাণিজ্য উদারীকরণের সৃষ্টি হয়েছে। তিনি এ প্রসঙ্গে আরো বলেন দু'দেশের বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে ২৪ আগষ্ট ঢাকায় মিটিং হওয়ার কথা রয়েছে দুদেশের চেম্বারের উদ্যোগে। সেই মিটিং-এ বিস্তারিত আলোচনা হবে। পঙ্কজ শরণ বলেন, বিভিন্ন সীমান্তের ল্যান্ড কাস্টমস স্টেশন আধুনিকায়ন ও সংস্কারের পদক্ষেপ নেয়া হয়েছে। এর ফলে দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরো সহজ হবে বলে তিনি উল্লেখ করেন। উল্লেখ্য, মেঘালয় সরকারের ডাইরেক্টর অব হটিকালচার আয়োজিত ও ভারতীয় হাইকমিশন এর সহযোগিতায় অনুষ্টানে মেঘালয় ও সিলেটের ৫০ জন ব্যবসায়ীসহ প্রায় একশ বিশিষ্ট ব্যক্তি অংশ গ্রহণ করেন। একুশে সংবাদ ডটকম/এমকেএইচ/১৯-০৮-০১৪:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1