সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সেলিম আল দীনকে ঘিরে নাট্যতত্ত্ব বিভাগের বর্ণাঢ্য আয়োজন

প্রকাশিত: ১০:৫৯ এএম, আগস্ট ১৮, ২০১৪
একুশে সংবাদ : আজ ১৮ই আগস্ট, ১৯৪৯ সালের এই দিনে ফেনীর সোনাগাজী থানার সেনেরখিল গ্রামে জন্মগ্রহণ করেন একজন বিখ্যাত ব্যক্তিত্ব, আচার্য সেলিম আল দীন। শিল্প বিষয়ে জ্ঞান অর্জন, নিজের শিল্পবিশ্বাস নির্মাণ করে তা অনুশীলন ও পরবর্তী প্রজন্মকে সেই শিল্প ধারণায় অবগাহনের প্রেরণা আমৃত্যু সঞ্চার করেন যিনি তিনিই তো একজন আচার্য হয়ে ওঠেন। সেই অর্থে সেলিম আল দীনের অবস্থান আমাদের সাহিত্য ক্ষেত্রে একজন আচার্যের মতোই। আজ বিখ্যাত এই ব্যক্তিত্বের জন্মবার্ষিকী উপলক্ষে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ ১৮ ও ১৯ আগস্ট ২ দিনব্যাপী আয়োজন করেছে এক অনুষ্ঠানমালার। সেই সুবাদে হাজির হলাম অনুষ্ঠানমালার একটি সংক্ষিপ্ত বিবরণী নিয়ে। অনুষ্ঠানের প্রথমদিন, আজ সকাল ১০ টায় এক র‌্যালী অনুষ্ঠিত হয় যেটি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সামনে থেকে শুরু হয়ে শেষ হয় সেলিম আল দীনের কবরের সামনে গিয়ে। এরপরে রয়েছে এক সেমিনার সভা যেখানে সেলিম আল দীন কে নিয়ে ড. লুৎফর রহমানের লেখা প্রবন্ধ ‘ভাঙ্গা প্রেমের বিশেষত্ব-অশেষত্ব’ পাঠ করা হবে। এই দিন সন্ধ্যা ৭ টায় রয়েছে সেলিম আল দীন রচিত নাটক মুনতাসীর ফ্যান্টাসী। এছাড়া অনুষ্ঠানমালার দ্বিতীয় দিন আগামীকাল রয়েছে তারাশঙ্কর রচিত 'কবি' উপন্যাসের নাট্যরুপ। পরিচালনা করেছেন ড.ইউসুফ হাসান। ১৯৬৪ সালে ফেনীর সেনেরখিলের মঙ্গলকান্দি মাধ্যমিক বিদ্যালয় থেকে তিনি এসএসসি পাস করেন। এরপর ১৯৬৬ সালে ভর্তি হন ফেনী কলেজে। সেখান থেকে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন। দ্বিতীয় বর্ষে পড়ার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে ভর্তি হন টাঙ্গাইলের করোটিয়ায় সাদত কলেজে। সেখান থেকে স্নাতক পাসের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে এমএ ডিগ্রি লাভ করেন। ১৯৯৫ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি। উল্লেখ্য, ১৯৭৪ সালে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগদানের পর ১৯৮৬ সালে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগটি প্রতিষ্ঠা করেন। একুশে সংবাদ ডটকম/আর/১৮-০৮-০১৪:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1