সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

অভিভাবকদের ফোন কেটে দিলেই ‘লক’ হবে মোবাইল

প্রকাশিত: ০৬:৩০ এএম, আগস্ট ১৮, ২০১৪
একুশে সংবাদ : ছেলে টিউশনে গিয়েছে। কিন্তু বাড়ি ফিরতে দেরি হচ্ছে, আপনি বারবার ফোন করলেও ধরছে না? মেয়ে বন্ধুদের সঙ্গে সিনেমায় গিয়েছে কিন্তু কখন বাড়ি ফিরবে জানতে ফোন করছেন অথচ শুনতে পেয়েও ধরছে না। এই অবস্থায় বাবা-মায়েদের টেনশন প্রহর গুণা ছাড়া আর কিছু করার থাকে না। অভিভাবকদের এই সমস্যা থেকে মুক্তি দিতেই বাজারে এসেছে নতুন অ্যাপস। নাম ‘ইগনোর নো মোর’। বাবা-মাকে এই অ্যাপসটি নিজের ও নিজের সন্তানের ফোনে ডাউনলোড করে নিতে হবে। বারবার ফোন করা সত্ত্বেও সন্তান ফোন না ধরলে নতুন এ অ্যাপসের সাহায্যে লক করে দেওয়া যাবে তার ফোনটি। আর পাসওয়ার্ড জানবেন শুধু আপনিই। আপনার ছেলে-মেয়েকে ফোন খোলার জন্য পাসওয়ার্ড জানতে হলে আপনার সঙ্গে যোগাযোগ করতেই হবে। অ্যাপসটির উদ্ভাবক শ্যারন স্ট্যান্ডফির্ড জানিয়েছেন, ছেলেমেয়েরা আজকাল বাবা-মায়েদের ফোন ধরতে চায় না। তাই এই নতুন অ্যাপসটি তৈরি করা হল। ছেলেমেয়েরা চাইলেও এই অ্যাপসটি তাদের ফোন থেকে আন-ইনস্টল করতে পারবে না কারণ অ্যাপসটি ডিলিট করতে ইমেল ও পাসওয়ার্ড দরকার যা একমাত্র অভিভাবকদের কাছেই থাকবে। অ্যাপসটি কোনো কারণে আন-ইনস্টল হয়ে গেলেও মা-বাবার কাছে একটি ইমেল যাবে এবং ছেলে বা মেয়ের ফোনটি লক হয়ে যাবে। একুশে সংবাদ ডটকম/আর/১৮-০৮-০১৪:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1