সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

পর্যটকদের কাছে জনপ্রিয় ভ্রমণস্থান লন্ডন

প্রকাশিত: ০৮:০৪ এএম, আগস্ট ১৬, ২০১৪
একুশে সংবাদ : আন্তর্জাতিক পর্যটকদের কাছে এশিয়ার ব্যাংকক শহর বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। চলতি বছরে মাস্টারকার্ড গ্লোবাল ডেস্টিনেশন্স সিটিজ ইনডেক্সে শহরটি বিশ্বের শীর্ষ দ্বিতীয় জনপ্রিয় ভ্রমণ-গন্তব্য হিসেবে আবির্ভূত হয়েছে। তবে গত দুই বছরের মতো এবারও এই তালিকার শীর্ষস্থানটি দখল করেছে লন্ডন। এ নিয়ে মাস্টারকার্ড চতুর্থবারের মতো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভ্রমণস্থানের এই তালিকা প্রকাশ করেছে। সবচেয়ে বেশি পর্যটক আসেন বিশ্বের এমন ১৩২টি দেশকে নিয়ে মাস্টারকার্ড গ্লোবাল ডেস্টিনেশন্স সিটিজ ইনডেক্স তৈরি করা হয়। এবারের আন্তর্জাতিক পর্যটকদের কাছে বিশ্বের শীর্ষ পাঁচটি ভ্রমণ-গন্তব্যের শহর হলো লন্ডন, ব্যাংকক, প্যারিস, সিঙ্গাপুর ও দুবাই। বিশ্বে মধ্যবিত্ত শ্রেণীর বিকাশ, বিলাসবহুল ভ্রমণ বা অবকাশ যাপনের সুব্যবস্থা ও ব্যবসায়িক ভ্রমণের ক্রমবর্ধমান চাহিদা মেটানোর কারণেই মূলত এসব শহর এখন ভ্রমণ-গন্তব্য হিসেবে ব্যাপক জনপ্রিয়। বিশেষ করে এসব শহরগুলোতে তথ্যপ্রযুক্তিসহ প্রয়োজনীয় সব ব্যবসায়িক সুযোগ-সুবিধা নিশ্চিত থাকায় ভবিষ্যতেও পর্যটকের সংখ্যা বাড়বে এমন ইঙ্গিতও রয়েছে মাস্টারকার্ডের বার্ষিক এই ইনডেক্স বা সূচকে। মাস্টারকার্ডের সমীক্ষায় পূর্বাভাস দেওয়া হয়েছে যে, চলতি বছরে লন্ডনে মোট পর্যটক সংখ্যা দাঁড়াবে ১৮ দশমিক ৭ মিলিয়ন বা ১ কোটি ৮৭ লাখ। শীর্ষ পাঁচে থাকা বাকি চারটি শহরের জন্য পূর্বাভাস হচ্ছে, এ বছরে ব্যাংককে ১৬ দশমিক ৪২ মিলিয়ন বা ১ কোটি ৬৪ ২০ হাজার, প্যারিসে ১৫ দশমিক ৫৭ মিলিয়ন বা ১ কোটি ৫৫ লাখ ৭০ হাজার, সিঙ্গাপুরে ১২ দশমিক ৪৭ মিলিয়ন বা ১ কোটি ২৪ লাখ ৭০ হাজার পর্যটক যাবেন। মাস্টারকার্ডের ইন্টারন্যাশনাল মার্কেটস বা আন্তর্জাতিক বাজারবিষয়ক সভাপতি অ্যান কেয়ার্নস এ প্রসঙ্গে বলেন, মাস্টারকার্ডের এই ইনডেক্স বা সূচকে প্রতিফলিত হয়েছে যে বিশ্বে ব্যক্তিগত ও ব্যবসায়িক ভ্রমণের চাহিদা দিনদিন বেড়েই চলেছে। তিনি বলেন ‘যেসব শহর অধিকতর সুযোগ-সুবিধাসহ বাণিজ্যিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক কেন্দ্র হিসেবে অব্যাহতভাবে বিকশিত হচ্ছে সেগুলোই মাস্টারকার্ডের এই বার্ষিক সূচকে শীর্ষ পর্যায়ে স্থান পেয়েছে। সে অনুযায়ীই আমরাও কাজ করে থাকি। বিশ্বজুড়ে ব্যক্তিগত ও ব্যবসায়িক উভয় পর্যায়ের পর্যটকদের আমরা প্রতিদিনই সহজ ও নিরাপদ লেনদেনসহ ভ্রমণসংক্রান্ত নানা সুযোগ-সুবিধা দিয়ে থাকি। একুশে সংবাদ ডটকম/আর/১৬-০৮-০১৪:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1