সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আইফোন-৬ এবং স্মার্টওয়াচে স্ক্র্যাচ প্রতিরোধক গ্লাস!

প্রকাশিত: ০৫:৩৭ এএম, আগস্ট ১৬, ২০১৪
একুশে সংবাদ : অ্যাপলের পরবর্তী হ্যান্ডসেট আইফোন-৬ এবং স্মার্টওয়াচে একই ধরনের গ্লাস ব্যবহার করা হবে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। সংশ্লিষ্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, আইফোন-৬ এবং স্মার্টওয়াচে দীর্ঘস্থায়ী ও স্ক্র্যাচ প্রতিরোধক শ্যাপিয়ার গ্লাস ব্যবহার করা হবে। তবে আইফোন-৬’র দুই পর্দার মধ্যে ৫.৫ ইঞ্চি পর্দার হ্যান্ডসেটে উচ্চক্ষমতা সম্পন্ন এ গ্লাস ব্যবহার করা হলেও ৪.৭ পর্দার হ্যান্ডসেটে এ গ্লাস ব্যবহার করা হবে কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। অ্যাপল তা‍র আইফোনগুলোর ক্যামেরা লেন্সকে প্রতিরক্ষার জন্য শ্যাপিয়ার গ্লাস ব্যবহার করেছে। গ্লাসটি ব্যয়বহুল হওয়ায় পণ্যের মূল্য বিবেচনায় এখন তা ব্যাপক আকারে ব্যবহারের কথা শোনা যাচ্ছে। সাধারণ গ্লাসের চেয়ে দীর্ঘস্থায়ী শ্যাপিয়ার গ্লাস। যদিও ভূ-পৃষ্ঠে পাওয়া যায় এমন শক্ত খনিজ পদার্থের মধ্যে এটি অন্যতম একটি। শ্যাপিয়ার গ্লাসে সহজে কোনো দাগ পড়ে না। এটি উচ্চ-তাপমাত্রায়ও টিকে থাকতে পারে। প্রতিবেদনে বলা হয়, সিনথেটিক শ্যাপিয়ার তৈরির বিষয়ে অ্যাপল কার্যক্রম শুরু করেছে। এদিকে, গ্রাহকের চাহিদা বিবেচনায় নিয়ে অ্যাপল তার নতুন পণ্য আইওয়াচ বিভিন্ন আকারে তৈরি করছে। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, নানা আকারের এ আইওয়াচে নতুনত্ব ও বৈচিত্র্য বেশ চমকপ্রদ। নতুন আইওয়াচে ১০টির বেশি সেন্সর নিয়ে আসবে প্রতিষ্ঠানটি। যার মাধ্যমে স্বাস্থ্য ও ফিটনেস সম্পর্কিত আগাম তথ্যও পাওয়া যাবে। এর আগে, ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, প্রতিষ্ঠানটি প্রাথমিকভাবে প্রতিমাসে ৩০-৫০ লাখ আইওয়াচ তৈরি করবে। এরপর বাজারে ছাড়বে অক্টোবর থেকেই। কার্ভ আকৃতির ওএলইডি (অর্গানিক লাইট ইমেটিং ডায়ড) ডিসপ্লে সম্বলিত এ আইওয়াচে ব্যবহৃত সেন্সর রক্তের গ্লুকোজ থেকে স্বাস্থ্য সর্ম্পকিত বার্তা দেবে। এছাড়া, ঘুমানোর সময় কী পরিমাণ ক্যালরি খরচ হয় তাও বলে দেবে এ সেন্সর। অ্যাপলের আগের হ্যান্ডসেটগুলোর চেয়ে আইফোন-৬ পাতলা ও গোলাকৃতির হবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। ৬৪-বিট ‍এ৮ প্রসেসরের মাধ্যমে চলবে এ হ্যান্ডসেট। আর অপারেটিং সিস্টেমে থাকছে অ্যাপলের সর্বশেষ ভার্সন আইওএস৮। ধারণা করা হচ্ছে, আগামী ৯ সেপ্টেম্বর বাজারে আসবে আইফোন-৬, আর অক্টোবর বা নভেম্বরে আসবে স্মার্টওয়াচ। একুশে সংবাদ ডটকম/আর/১৬-০৮-০১৪:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1