সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মোবাইলে হজ্বের তথ্য

প্রকাশিত: ১০:৫৬ এএম, আগস্ট ১৩, ২০১৪
একুশে সংবাদ: হজযাত্রীরা প্রয়োজনীয় অনেক সেবাই এবার মিলবে মুঠোফোনে। জানা যাবে হাজিদের প্রয়োজনীয় তাৎক্ষণিক সব তথ্য। শুধু কয়েকটি ডিজিট জানা থাকলেই মিলবে এসব সেবা! ধর্মমন্ত্রণালয়ের উদ্যোগে ইতিমধ্যেই হাজিদের সব তথ্য সেবার জন্য রয়েছে হটলাইন নম্বর ০১৯২৯৯৯৪৫৫৫। মাত্র কয়েকটি ডিজিট জানা থাকলেই হজবিষয়ক বিভিন্ন তথ্য, পরামর্শ, ফ্লাইটের সময়সূচি জানা যাবে মোবাইল সংযোগ থেকে। ‘ইসলামি কল সেন্টার’ ২২০০ নম্বরে ডায়াল করে বিভিন্ন তথ্যসেবা দিচ্ছে গ্রামীণফোন। পুশপুল মেসেজ ও আইভিআর সিস্টেমে একই ধরনের সেবা চালু করছে বাংলালিংক। অপরদিকে ৮০৮০৭ নম্বরে ডায়াল করে হজবিষয়ক বিভিন্ন তথ্যের পাশাপাশি বার্তা সেবাও পাবেন রবি ব্যবহারকারীরা।একই সঙ্গে মক্কা থেকে জুমআ’র খুতবা সরাসরি সম্প্রচার করবে এই অপারেটরটি। সমান্তরালভাবে ১৪১২ নম্বরে ডায়াল করে জেনে নিতে পারবেন হজবিষয়ক তথ্য পাবেন সিটিসেল গ্রাহকরা। সৌদি আরবে আন্তর্জাতিক রোমিং সুবিধা থাকায় এ দেশে ব্যবহৃত নম্বরটির সঙ্গে করে নিতে পারেন। হজের সময় রোমিংয়ের ক্ষেত্রে বিশেষ প্যাকেজ চালু করবে এয়ারটেলসহ অন্যান্য সেলফোন অপারেটররা। একুশে সংবাদ ডট কম/মামুন/১৩.০৮.২০১৪

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1