সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মিথ্যা বলা মহাপাপ

প্রকাশিত: ১২:১৪ পিএম, আগস্ট ১২, ২০১৪
একুশে সংবাদ: কোনো মানুষকে বিনা অপরাধে কষ্ট দেওয়া ইসলামী দৃষ্টিতে জঘন্য অপরাধ হিসেবে বিবেচিত। এটি হীনম্মন্যতা বিশেষ। পবিত্র কোরআনের সূরা আহজাবের ৫৮নং আয়াতে এ সম্পর্কে সতর্ক করা হয়েছে। বলা হয়েছে, 'যারা বিনা অপরাধে মুমিন নর-নারীদের কষ্ট দেয়, তারা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে।' মুমিনরা একে অপরের প্রতি সহানুভূতিশীল হবেন এটি ইসলামী বিধান। এ সম্পর্কে সূরা মোআরা'র ২১৮নং আয়াতে আল্লাহ বলেন, 'আমার অনুসারী মুমিনদের প্রতি সহানুভূতি প্রদর্শন করুন।' যারা আল্লাহর ওলি তাদের সঙ্গে দুর্ব্যবহার বা অসম্মানজনক আচরণ সর্বতোভাবে নিন্দনীয়। এ ধরনের প্রবণতা সম্পর্কে রসুল (সা.) সতর্ক করে দিয়েছেন। হজরত আনাস ও আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত। আল্লাহ তায়ালার পক্ষ থেকে রসুলে করিম (সা.) বলেন, আল্লাহতায়ালা বলেছেন, 'যে লোক আমার বন্ধুকে অপমানিত করে সে যেন আমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করল। কোনো ব্যাপারে আমি দ্বিধা সংকোচ করি না। আমি দ্বিধা সংকোচ করি না আমার মুমিন বান্দার প্রাণ হরণ করতে- অথচ সে মৃত্যু অপছন্দ করে। আমি তার খারাপ বিষয়গুলো অপছন্দ করি। আর তা তার জন্য হওয়া অনিবার্য। দুনিয়ার মোহমুক্তি মুমিন বান্দাকে আমার নিকটবর্তী করে। আর বান্দার প্রতি আমি যা কিছু ফরজ করেছি তা বাস্তবায়িত করার তুলনায় বেশি গুরুত্বপূর্ণ আর কোনো ইবাদত নেই।'-বোখারি। অন্যত্র এক হাদিসে নবী করিম (সা.) বলেন আল্লাহতায়ালা বলেছেন, 'যে লোক আমার বন্ধুর (ওলির) প্রতি শত্রুতা পোষণ করে, আমিও তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। অর্থাৎ আমি তাকে জানাচ্ছি, আমি তার প্রতিপক্ষ যোদ্ধা। আর যে বিষয় দ্বারা বান্দা আমার নৈকট্য লাভ করে তার মধ্যে ফরজ বিষয়গুলো পালন আমার কাছে খুব প্রিয়। আর বান্দা সর্বদা নফল আদায় দ্বারা আমার নিকটবর্তী হতে থাকে। শেষ পর্যন্ত আমি তাকে পছন্দ করি ও ভালোবাসি। অতএব, আমি যখন থেকে তাকে ভালোবাসতে থাকি তখন আমিই তার কান হই, যার দ্বারা সে শ্রবণ করে। আমি তার চক্ষু হই, যা দ্বারা সে অবলোকন করে। আমি তার হাত হই, যা দ্বারা সে ধরে। আমি তার পা হই যা দ্বারা সে চলাচল করে। সে আমার কাছে কিছু চাইলে আমি তা দান করি। আমার কাছে সে আশ্রয় প্রার্থনা করলে আশ্রয় দেই। -বোখারি। আল্লাহ আমাদের সবাইকে পরস্পরের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং মুমিনদের অপবাদ দেওয়ার পাপ থেকে মুক্ত থাকার তওফিক দান করুন। একুশে সংবাদ ডট কম/মামুন/১২.০৮.২০১৪

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1