সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

উভয় এক্সচেঞ্জ বাড়িয়েছে ব্রোকারদের তালিকা

প্রকাশিত: ০৫:৪৩ এএম, আগস্ট ১২, ২০১৪
একুশে সংবাদ : প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) নতুন প্রক্রিয়ার পাইলট প্রকল্পে অংশগ্রহণের জন্য ব্রেকারেজ হাউজের সংখ্যা বাড়িয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। এ লক্ষ্যে সফটওয়্যার আপডেটসহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে ব্রোকার হাউজগুলো। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এ তথ্য জানা গেছে। সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আরও ১৫টি এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ১৪টি ব্রোকারেজ হাউজের তালিকা বিএসইসিতে পাঠিয়েছে। ফলে এ প্রক্রিয়ায় অংশ নিতে ডিএসইর ৮১টি ও সিএসইর ৪৪টি ব্রোকারেজ হাউজ প্রস্তুত রয়েছে। গত ২০ জুলাই এ প্রক্রিয়া চালু করতে ডিএসই ৬৬টি ও সিএসই ৩০টি ব্রোকারেজ হাউজের তালিকা বিএসইসিতে পাঠিয়েছিল। বর্তমানে আগ্রহী ব্রোকার হাউজগুলোর তালিকা নিয়ে কাজ করছে কমিশন। তবে পাইলট প্রকল্পের জন্য আগ্রহী নতুন ব্রোকারদের তালিকাও অন্তর্ভুক্ত করা হবে। আগামী কমিশন সভায় পাইলট প্রকল্প চালুর বিষয়টি অনুমোদন দেওয়া হবে। এর পর নতুন এ প্রকল্প চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। একুশে সংবাদ ডটকম/আর/১২-০৮-০১৪:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1