সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেরার্ড

প্রকাশিত: ০৭:০৩ এএম, জুলাই ২৪, ২০১৪
একুশে স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জেরার্ড।প্রিয় তারকার বিদায়ে কেঁদে ওঠে ভক্ত-সমর্থকদের মনে। কিন্তু স্টিভেন জেরার্ডের ক্ষেত্রে ব্যতিক্রমটাই হলো! কদিন আগে ১১৪ আন্তর্জাতিক ম্যাচ খেলা ৩৪ বছর বয়সী লিভারপুল তারকা জানিয়ে দিয়েছেন, আর দেখা যাবে না ‘থ্রি-লায়ন’দের জার্সিতে। কিন্তু ইংলিশ অধিনায়কের বিদায়ে যেন হাঁফ ছেড়ে বেঁচেছে সমর্থকেরা! জেরার্ডের বিদায় ঘোষণার পর সামাজিক যোগাযোগের সাইটে পোস্ট করা বিভিন্ন ছবি-ভিডিওতে দেখা যায়, সমর্থকেরা আনন্দ উত্সব করছে! নানা হাসি-তামাশা করছে! ইংলিশ অধিনায়কের বিদায়ে যেন যারপরনাই খুশি! যেন এক জগদ্দল পাথর নেমে গেল বুক থেকে! আন্তর্জাতিক ক্যারিয়ারে জেরার্ডের প্রাপ্তি খাতাটা শূন্যই বলা যায়। ২০০০ সালে ইউক্রেনের বিপক্ষে অভিষেক । ইংলিশদের পক্ষে সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচ খেলা তৃতীয় খেলোয়াড় তিনি। তবে ইংল্যান্ডকে জেতাতে পারেননি বড় কোনো শিরোপা। এমন কি এ সময়ে বিশ্বকাপে সেমিফাইনালেও উঠতে পারেনি ইংলিশরা। শুধু তা-ই নয়, ইংলিশ জার্সি গায়ে বড় টুর্নামেন্টে জেরার্ডের স্মরণীয় তেমন কোনো মুহূর্তও নেই। একুশে সংবাদ ডটকম/এফরান /২৪.০৭.০১৪

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1