সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করলে ব্যবস্থা : নৌমন্ত্রী

প্রকাশিত: ১১:০৪ এএম, জুলাই ২৩, ২০১৪
একুশে সংবাদ : আওয়ামী লীগের পরিবহণ শ্রমিক সভাপতি ও নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করলে মালিকদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। আজ বুধবার সকালে সদরঘাট লঞ্চ টার্মিনালে বেঙ্গল শিপিং কম্পানির এমভি মিতালি ৪ উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। নৌমন্ত্রী বলেন, লঞ্চ ঘাটে যাতে লঞ্চ মালিকরা ধারণ ক্ষমতার বাইরে যাত্রী বহন না করতে পারে তা তদারকি করতে ভ্রাম্যমাণ মোবাইলকোর্ট থাকবে। এ ছাড়া বিআইডাব্লিউ কর্মকর্তা নৌ পুলিশ, কোস্টগার্ড স্পিডবোটের মাধ্যমে নদীপথে টহল দেবে। তিনি আরও জানান, যাত্রীদের চলাচলের সুবিধার্থে ১৬টি লঞ্চ বহরে যুক্ত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা নদীবন্দরের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক সাইফুল ইসলাম খান, বিআইডাব্লিউ কর্মকর্তা ভোলানাথ দে, বেঙ্গল শিপিং এর কর্ণধার ডা. আবুল হোসেন প্রমুখ। একুশে সংবাদ ডটকম/এমকেএইচ/২৩-০৭-০১৪:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1