সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ইসরায়েলের অর্থনৈতিক অবরোধ তুলে নেয়ার আহ্বান হামদাল্লাহর

প্রকাশিত: ০৯:৩৮ এএম, জুলাই ২৩, ২০১৪
একুশে সংবাদ ডেস্ক : ফিলিস্তিন শাসিত গাজায় যুদ্ধবিরতির অংশ হিসেবে অঞ্চলটির ওপর থেকে ইসরায়েলের অর্থনৈতিক অবরোধ তুলে নিতে বললেন দেশটির প্রধানমন্ত্রী রামি হামদাল্লাহ। জাতিসংঘ মহাসচিবের সঙ্গে দেখা করে একথা বলেন তিনি। খবর বিবিসি অনলাইন: হামদাল্লাহ বলেন, গত ৪৭ বছর ধরে প্রতিদিনই ইসরায়েলের আগ্রাসনের শিকার হচ্ছে গাজার বাসিন্দারা এবং এটা বন্ধের এখনই উপযুক্ত সময়। এর আগে গাজায় চলমান সহিংসতা নিরসনের লক্ষ্যে ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যকার যুদ্ধ বন্ধ করে সংলাপ শুরুর আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। তেল আবিবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে অনুষ্ঠিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। তবে নেতানিয়াহু বলেন, নিজেদের রক্ষার জন্য যা প্রয়োজন তাই করবে ইসরায়েল। এদিকে, দুই সপ্তাহের বেশি সময় ধরে গাজায় ইসরায়েলের অভিযানে এ পর্যন্ত নিহত হয়েছেন ৬৩৭ ফিলিস্তিনি। গুরুতর আহত হয়েছেন ৪ হাজারের বেশি মানুষ। একুশে সংবাদ ডটকম/এমকেএইচ/২৩-০৭-০১৪:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1