সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বিনোদ ঠাকুর অদম্য এক তরুণ

প্রকাশিত: ০৪:৩২ এএম, জুলাই ২৩, ২০১৪
একুশে সংবাদ : ব্রেক ড্যান্স শেখাটা এমনিতেই কষ্টসাধ্য। কিন্তু এ কষ্টসাধ্য কাজটিই যদি এমন কেউ করেন, যার পা-ই নেই! হ্যাঁ, অসম্ভব এ কাজটিই করেছেন ভারতের ব্রেক ড্যান্সার বিনোদ ঠাকুর। ২২ বছর বয়সী এ তরুণ মোবাইল মেকানিক হিসেবে কাজ করতেন। এ সময় মোবাইলে বিভিন্ন হিপ-হপ নাচের ভিডিও দেখে মাত্র তিন মাস সময়ের ব্যবধানে নাচটা আয়ত্ত করে ফেলেন। পাবিহীন জন্ম প্রতিবন্ধী এ তরুণ লাজলজ্জার ভয় অতিক্রম করে রাস্তার অসংখ্য মানুষকে নাচ দেখাতে শুরু করেন। এরপর এক পথচারী এ নাচের দৃশ্য ইউটিউবে আপলোড করলে সেটি অজস্র দর্শকের মন কাড়ে। এটা জেনে উৎসাহী বিনোদ ২০১০ সালে অনুষ্ঠিত 'ইন্ডিয়াস গট ট্যালেন্ট' প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। পা-ছাড়া মানুষটির নাচ টেলিভিশনের অসংখ্য দর্শকের চোখ অশ্রুসিক্ত করে তোলে। বলিউড হিরো সালমান খান থেকে শুরু করে জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন স্টেজে বসে চোখ বড় করে তাকিয়ে থাকেন এ বিস্ময় তরুণের দিকে। এরপর আরেক লাইভ শো নাচ বালিয়ের ষষ্ঠ পর্বে ঘটে এক অভূতপূর্ব ঘটনা। প্রতিযোগিতায় বিনোদের সঙ্গে অংশগ্রহণকারী আরেক প্রতিযোগী রাকশানা এ তরুণের নাচ ও ব্যক্তিত্বে মুগ্ধ হন। দুজন দুজনের প্রেমে তো পড়েনই, জীবনসঙ্গী হিসেবেই নিজেদের ভাবতে শুরু করেন। আর এটা জানাজানির পর অনুষ্ঠানটির বিচারক চিত্রনায়িকা শিল্পা শেঠী এ যুগলের বিয়ের আয়োজন করেন। তাও অনুষ্ঠানটির স্টেজে! অসংখ্য টেলিভিশন দর্শক, স্টেজে উপস্থিত সেলিব্রেটিদের চোখে আনন্দাশ্রু! ভালোবেসে এমন দুটো মানুষের একসঙ্গে ঘর বাঁধার গল্প দেখলে চোখে জল না এসে পারে! একুশে সংবাদ ডটকম/আর/২৩-০৭-০১৪:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1