সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কাঁচাবাজারে ফের বেড়েছে সবজির দাম

প্রকাশিত: ১১:০১ এএম, জুলাই ২২, ২০১৪
একুশে সংবাদ : রাজধানীর কাঁচাবাজারে ফের বেড়েছে সবজির দাম। পাশাপাশি ব্রয়লার ও লেয়ার মুরগির দামও বেড়েছে। তবে চাল-ডালসহ অন্যান্য মুদি পণ্যের দামের কোনো পরিবর্তন হয়নি। মঙ্গলবার কমলাপুর কলোনি কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, বেগুন ৮০ টাকা,বরবটি ৬০ টাকা,ধুন্দল ৫০ টাকা,কাঁচামরিচ ১২০ টাকা,করলা ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অথচ গতকাল বাজারভেদে এসব সবজি কেজিতে ১০-২০ টাকা কমে বিক্রি হয়েছিল। এদিকে ব্রয়লার কেজিতে ৫ টাকা করে বেড়ে ১৬৫ এবং লেয়ার মুরগি ১৭৫ দরে বিক্রি হচ্ছে। আজকের বাজার দর: সবজি: বেগুন ৮০ টাকা,ঢেঁড়স ৫০ টাকা,বরবটি ৬০ টাকা,চিচিঙ্গা ৫০ টাকা,আলু ২৫-২৮ টাকা (ডায়মণ্ড),ধুন্দল ৫০ টাকা,কাঁচামরিচ ১২০ টাকা,দেশি গাজর ৬০ টাকা,বিদেশি গাজর ১০০ টাকা, করলা ৬০ টাকা,ঝিঙ্গা ৫০ টাকা,কাঁকরোল ৫০ টাকা,পেঁপে ২৫-৩০ টাকা,কচুর মুখী ৬০, কচুর লতি ৫০ টাকা,পটল ৪০ টাকা,শশা ৪০-৪৫ টাকা,টমেটো ১৪০ টাকা,প্রতি হালি লেবু ২০-৩০ টাকা ও কাঁচাকলা হালি ২৫-৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া ফুল কপি ৩৫-৪০ টাকা,বাঁধা কপি ৩০-৩৫ টাকা,মিষ্টি কুমড়া ৪০-৪৫ টাকা,জালি কুমড়া ৩০-৩৫ টাকা,লাউ ৫০-৬০ টাকা,সবুজ শাক আটি ১০-১২ টাকা,লাউ শাক ৩০ টাকা,লাল শাক ১০ টাকা,মুলা শাক ১০ টাকা,পুঁইশাক ১৫-২০ টাকা,ডাটা ১৫-২০ টাকা, কলমি শাক ৫ টাকা ও ধনে পাতা (১০০ গ্রাম) ৩০ টাকায় বিক্রি হচ্ছে। মাংস: প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৬৫ টাকা,লেয়ার মুরগি ১৭৫ টাকা,গরুর মাংস ৩০০ টাকা ও খাসির মাংস ৪৫০-৪৮০ টাকা বিক্রি হচ্ছে। মাছ: প্রতি কেজি তেলাপিয়া ১৬০-১৮০ টাকা,বাটা ২২০-২৮০ টাকা,বড় তেলাপিয়া ২৮০-৩২০ টাকা,পোয়া মাছ ৫৫০-৭০০, মৃগেল ২২০-২৫০ টাকা,মাঝারি রুই ২৬০-৩৫০ টাকা,চেওয়া ৫০০ টাকা,দেশি পুঁটি ৪৫০-৫০০ টাকা,ফলই ৩০০-৩৫০ টাকা, চাপিলা ৪০০-৪৫০ টাকা, পাঙ্গাস ১৪০-১৭০ টাকা,ছোট চিংড়ি ৪৫০-৫০০ টাকা,বড় চিংড়ি ৬০০-৮৫০ টাকা,টেংরা ৫৫০-৬৫০ টাকা,কাজলি ৭০০-৮০০ টাকা,পাবদা ৬০০-৮০০ টাকা,চাষের কৈ ২৮০-৩০০ টাকা,শিং মাছ ৫০০-৮০০ টাকা,কাতল ২৮০-৩৮০ টাকা,দেশি মাগুর ৭০০-৮০০ টাকা ও আকারভেদে এক জোড়া ইলিশ ১১০০-১৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে। মুদি: প্রতি কেজি পেঁয়াজ ৪০-৪২ টাকা,দেশি আদা ১৮০-২০০ টাকা,চায়না আদা ২৪০-২৬০ টাকা,রসুন একদানা ১৫০ টাকা,বড় রসুন ৮০-৯০ টাকা,দেশি মসুর ডাল ১০৫-১১০, ভারতীয় মসুর ডাল ৮০-৮৫ টাকা,অস্ট্রেলিয়ান মসুর ডাল ১১০-১১৫ টাকা,খেসারি ডাল ৪৫ টাকা,ছোলা ৭০ টাকা,মুগ ডাল ১১০-১১৫ টাকা,মটর ডাল ৮০ টাকা,অ্যাংকর ডাল ৪৬,বুট ডাল ৭০ টাকা,চিনি ৪৭-৪৮ টাকা এবং আটা ৩২ টাকা দরে বিক্রি করছেন দোকানিরা। প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১০৫ টাকা ও পামলিন ৯০ টাকা এবং ফার্মের মুরগির প্রতি হালি লাল ডিম ৩০টাকা ও হাসের ডিম ৩৮ টাকা দরে বিক্রি হচ্ছে। চাল: প্রতি কেজি মোটা চাল ৩৮ টাকা, বি.আর.আটাশ চাল ৩৮-৪০ টাকা,পারিজা ৩৭-৩৮ টাকা,বি.আর. ঊনত্রিশ ৩৮-৪০ টাকা,মিনিকেট ১ নং ৪৮-৫০ টাকা,নাজির ১ নং ৫০-৫২ টাকা,এবং চিনিগুঁড়া ৮০-৯০ টাকায় বিক্রি হচ্ছে। একুশে সংবাদ ডটকম/আর/২২-০৭-০১৪:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1