সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সড়কের সংস্কারের কাজ শেষপর্যায়ে : যোগাযোগমন্ত্রী

প্রকাশিত: ০৯:৫৪ এএম, জুলাই ২২, ২০১৪
একুশে সংবাদ : যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সারাদেশের সড়ক-মহাসড়ক সংস্কারের কাজ প্রায় শেষপর্যায়ে। নির্মাণাধীন চার লেন সড়কের অংশে শিগগিরই মোবাইলকোর্ট বসানো হচ্ছে বলেও জানান তিনি। আজ মঙ্গলবার রাজধানীর ফার্মগেট এলাকার যানজট পরিস্থিতি দেখতে গিয়ে তিনি এ কথা বলেন। ঈদ সামনে রেখে অতিরিক্ত যাত্রী পরিবহনে আরো ৫০টি বিআরটিসি বাস নামানো হবে বলেও জানান মন্ত্রী। যত্রতত্র গাড়ি পার্কিং, নিবন্ধনে জটিলতা, ফিটনেসবিহীন গাড়ি চলাচল আর মোটরসাইকেল চলাচলই যানজটের কারণ—এ কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ঈদের পরেই আমদানিতে ছোট গাড়ি কমিয়ে বড় গাড়ি বাড়ানো আর নিবন্ধন প্রক্রিয়া সংস্কার করা হবে। পরে তিনি মোটরসাইকেল চলাচলে গণসচেতনতা মূলক প্রচারণা ও ভ্রাম্যমান আদালতের কাযক্রম দেখেন। উল্লেখ্য, রাজধানী ঢাকায় গণপরিবহন ব্যবস্থার উন্নয়নে সরকার নানা উদ্যোগ নিলেও যানজট নিরসনে কোনো অগ্রগতি নেই। ঈদ সামনে রেখে প্রতিবছরই এর ভয়াবহতা ব্যাপক হয়ে ওঠে। এবারও পরিস্থিতি বরাবরের মতো। একুশে সংবাদ ডটকম/এমকেএইচ/২২-০৭-০১৪:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1