সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বাজারে নিজস্ব ব্র্যান্ডের স্মার্ট নোটবুকের যাত্রা শুরু

প্রকাশিত: ০৪:৪৫ এএম, জুলাই ২২, ২০১৪
একুশে সংবাদ : আইটি পণ্য পরিবেশক প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস এবারে বাজারে নিয়ে এসেছে নিজস্ব ব্র্যান্ডের স্মার্ট নোটবুক। সম্প্রতি রাজধানীর একটি রেস্টুরেন্টে আয়োজিত স্মার্ট নোটবুক গ্র্যান্ড লঞ্চিং সিরিমনির মাধ্যমে একই স্পেসিফিকেশনে দুটি মডেলের (ডাব্লিউ৩১০সিজেড এবং ডাব্লিউ৩১১সিজেড) ল্যাপটপ বাজারে ছেড়েছে প্রতিষ্ঠানটি। ইন্টেল সেলেরন ১০৩৭ইউ মডেলের প্রসেসরে তৈরি এই ল্যাপটপগুলোতে রয়েছে ১১.৬ ইঞ্চি এলইডি ডিসপ্লে, ৫০০ জিবি সাটা হার্ডড্রাইভ, ২ জিবি ডিডিআরথ্রি র্যাম, ইন্টেল এইচডি গ্রাফিক্স কার্ড, মাল্টি জেসচার ও স্ক্রলিং ফাংশন সমৃদ্ধ টাচপ্যাড এবং অন্যান্য ফিচার। ১ বছরের বিক্রয়োত্তর সেবাসহ ল্যাপটপগুলোর দাম রাখা হয়েছে ২৩,০০০ টাকা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিসের বিক্রয় মহাব্যবস্থাপক জাফর আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির উপ-মহাব্যবস্থাপক ও ল্যাপটপ বিভাগের প্রধান মুজাহিদ আলবেরুনী সুজন। নিজস্ব স্মার্ট ব্র্যান্ডের ল্যাপটপ প্রসঙ্গে জাফর আহমেদ বলেন, 'দেশের মানুষকে অপেক্ষাকৃত সাশ্রয়ীমূল্যে গুণগত মানের ল্যাপটপ ব্যবহারের সুযোগ করে দিতেই আমরা এই উদ্যোগ নিয়েছি। তাছাড়া আমাদের দেশে এখন পর্যন্ত দেশিয় কোনো ব্র্যান্ডের ল্যাপটপ সাফল্য অর্জন করতে পারেনি। তাই স্মার্ট ল্যাপটপ আমাদের জন্য একটি বিশাল বড় চ্যালেঞ্জও বটে। আমরা বিশ্বাস করি, আমাদের বিশাল সার্ভিস সেটআপের মাধ্যমে যেকোনো ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের মতোই কিংবা শ্রেয়তরভাবে আমরা এই ল্যাপটপের বিক্রয়োত্তর সেবা প্রদান করতে সক্ষম হব।' অনুষ্ঠানে স্মার্ট নোটবুকের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন মুজাহিদ আলবেরুনী সুজন। খুব শীঘ্রই স্মার্ট অল-ইন-ওয়ান পিসি এবং ব্র্যান্ড পিসি বাজারে ছাড়া হবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) সভাপতি মোহাম্মদ খান, সাবেক সভাপতি কাউছার উদ্দীন ও এমএ হক অনু, সাবেক সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম ঢেউসহ দেশের সিনিয়র আইসিটি সাংবাদিকবৃন্দ নতুন ল্যাপটপগুলোর মোড়ক উন্মোচন করেন। একুশে সংবাদ ডটকম/আর/২২-০৭-০১৪:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1