সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

জিয়ার নেতৃত্বেই তাহেরের ফাঁসি হয় : তথ্যমন্ত্রী

প্রকাশিত: ১১:৩৭ এএম, জুলাই ২১, ২০১৪
একুশে সংবাদ : জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, অবৈধ ক্ষমতা দখলের ধারাবাহিকতা থেকে দেশকে রক্ষা করতে কর্নেল তাহের ৭ নভেম্বরের বিপ্লব ঘটিয়েছিলেন। আর এই বিপ্লব ছিল বঙ্গবন্ধু হত্যার পরবর্তীকালে সব চাইতে বীরত্বপূর্ণ প্রতিরোধ। কিন্তু জেনারেল জিয়ার নেতৃত্বে প্রহসণমূলক বিচারের মাধ্যমে কর্নেল তাহেরর ফাঁসি ছিলো একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আজ সোমবার ঢাকাস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মাল্টিপারপাস হলে ৩৮তম তাহের দিবস উপলক্ষে জাসদ আয়োজিত আলোচনা সভায় সভাপতির ভাষণে এসব কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, পলাশীর প্রান্তরে মীর জাফরের বেঈমানী, ৭১ এ রাজাকারদের বেঈমানী, খন্দকার মোশতাকের বেঈমানীর পর জেনারেল জিয়া ছিলেন চার নম্বর বেঈমান। হাসানুল হক ইনু বলেন, অতীতের বেঈমানদের হাত ধরে বেগম খালেদা জিয়া ৭১, ৭৫ এবং ২১ আগস্টের খুনীদের নিয়ে চক্রান্ত-ষড়যন্ত্রের রাজনীতি করছেন। তিনি রাজাকার এবং খুনীদের নিয়ে ক্ষমতা দখলের চেষ্টা করছেন কিন্তু এ দেশের জনগণ কোনদিনই রাজাকার এবং খুনীদের নিয়ে ক্ষমতা দখলের চক্রান্ত সফল হতে দেবে না। তিনি বলেন, মোশতাক জিয়ার বিশ্বাসঘাতকা বাংলাদেশকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। সেই অন্ধকার থেকে দেশকে ফিরিয়ে আনার জন্য জাসদ রাজপথের সংগ্রাম চালিয়ে যাচ্ছে। জাসদ কখনো মিথ্যাচার করেনি উল্লেখ করে তিনি বলেন, জাসদ কোন কিছু গোপনে করেনি, যা করেছে প্রকাশ্যে করেছে। যা সত্য তাই করেছে। তাই এবার আর কোনো দেশপ্রেমিক ফাঁসিতে ঝুলবে না, এবার ফাঁসি হবে চক্রান্তকারীদের। সংগঠনের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া বলেন, শুরু থেকেই জাসদকে আতুরঘরে ধ্বংস করার যে ষড়যন্ত্র-চক্রান্ত হয়েছিল আজও সেই চক্রান্ত-ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, ধাক্কাধাক্কি করে বা ষড়যন্ত্র-চক্রান্তের মাধ্যমে জাসদকে ধ্বংস করা যাবে না। বরং জাসদ আরো শক্তিশালী হয়ে জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রাম অব্যাহত রাখবে। তিনি আরো বলেন, জিয়ার মাজার দেশ ও গণতন্ত্র বিরোধী চক্রান্ত-ষড়যন্ত্রকারীদের তীর্থকেন্দ্র। এই মাজারকে কেন্দ্র করেই বেগম জিয়ার নেতৃত্বে চক্রান্ত-ষড়যন্ত্রের রাজনীতি পরিচালিত হয়। তিনি জিয়ার মাজার ঢাকা থেকে অন্যত্র স্থানান্তর করার দাবি জানান। আলোচনা সভায় জাসদের কার্যকরী সভাপতি মইনউদ্দিন খান বাদল এমপি, স্থায়ী কমিটির সদস্য শিরীন আখতার, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, মিসেস লুৎফা তাহের, সহ-সভাপতি মীর হোসাইন আখতার, প্রফেসর ড. আনোয়ার হোসেন, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান, হাবিবুর রহমান শওকত প্রমুখ বক্তব্য রাখেন। একুশে সংবাদ ডটকম/এমকেএইচ/২১-০৭-০১৪:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1