সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কার্যদিবসের শুরুতেই সূচক ঊর্ধ্বমুখী

প্রকাশিত: ০৬:০১ এএম, জুলাই ২১, ২০১৪
একুশে সংবাদ : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়েছে। শুরুতেই লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দাম বেড়েছে। ডিএসই সূত্র মতে, বেলা ১১টায় ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) ব্রড ইনডেক্স ১৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৯১ পয়েন্টে, ডিএসই এস সূচক (শরীয়াহ্) ১ পয়েন্ট বেড়ে ৯৮৬ পয়েন্ট এবং ডিএসই ৩০ মূল্য সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৯৮ পয়েন্টে আসে। এ সময় পর্যন্ত লেনদেন হওয়া ১৭৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৭টির, কমেছে ৩১টির, অপরিবর্তিত রয়েছে ৩৭টির। মোট লেনদেন হয়েছে ৪৬ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। অন্যদিকে বেলা ১১টা ৩ মিনিটে চট্টগ্রাম স্টক একচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক ১৪ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৩০৬ পয়েন্টে এসেছে। লেনদেন হওয়া ৬১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩১টির, কমেছে ১৯টির, অপরিবর্তিত রয়েছে ১১টির। এ সময় পর্যন্ত লেনদেন হয়েছে ৪ কোটি ৭২ লাখ টাকার। একুশে সংবাদ ডটকম/আর/২১-০৭-০১৪:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1