সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

লিনডে বিডির অন্তর্বর্তীকালীন ২০০ ভাগ লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৬:৪৪ এএম, জুলাই ২০, ২০১৪
একুশে সংবাদ : অন্তর্বর্তীকালীন ২০০ ভাগ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে লিনডে বিডি। শনিবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ২০১৪ সালের ৩১ ডিসেম্বর অর্থ বছরের জন্য অর্ন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বিনিয়োগকারী বাছাইয়ের জন্য আগামী ৩ আগস্ট রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ঘোষিত লভ্যাংশে বিনিয়োগকারীদের সম্মতি নিতে আাগামী ২৮ সেপ্টেম্বর সকাল ৯টায় ট্রাস্ট মিলনায়তনে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। ২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া দ্বিতীয় প্রান্তিকের (জানু’১৪-জুন’১৪) আর্থিক প্রতিবেদন অনুযায়ী লিনডে বিডির করপরবর্তী মুনাফা ২৯ কোটি ৪৯ লাখ ৫০ হাজার টাকা ও প্রতি শেয়ারে আয় ১৯.৩৮ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ৩৪ কোটি ৩৩ লাখ ৪০ হাজার টাকা ও ২২.৫৬ টাকা। বিগত তিন মাসে (এপ্রিল’১৪-জুন’১৪) এ কোম্পানির করপরবর্তী মুনাফা ১৫ কোটি ৭২ লাখ ৯০ হাজার টাকা ও প্রতি শেয়ারে আয় ১০.৩৪ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ১৪ কোটি ৬৯ লাখ ৫০ হাজার টাকা ও ৯.৬৬ টাকা। একুশে সংবাদ ডটকম/আর/২০-০৭-০১৪:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1