সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

রাবিতে ডিন ও সিন্ডিকেট নির্বাচন চলছে

প্রকাশিত: ০৬:৫৬ এএম, এপ্রিল ২৩, ২০১৪
একুশে সংবাদ : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রবি) সিনেটে শিক্ষক প্রতিনিধি এবং সিন্ডিকেট ও ডিন নির্বাচনে ভোট গ্রহণ চলছে। আজ বুধবার সকাল আটটায় বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনে ভোটগ্রহণ শুরু হয়েছে। রাবি রেজিস্ট্রার প্রফেসর এন্তাজুল হক জানান, নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় সাড়ে ১১ শত শিক্ষক ভোটাধিকার প্রয়োগ করবেন। দুপুর দুইটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রগতিশীল শিক্ষক সমাজ 'হলুদ প্যানেল' নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপ এবং জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম মিলে 'সাদা প্যানেল' থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিনেটে শিক্ষকদের ৩৩টি পদে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০০৫ সালের ২৬ ফেব্রুয়ারি। তিন বছরের জন্য সিনেটে নির্বাচিত শিক্ষকদের মেয়াদ শেষ হয় ২০০৮ সালের ২৫ ফেব্রুয়ারি। এরপর দীর্ঘ ছয় বছর পর এবার শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে কলা, আইন, বিজ্ঞান, বিজনেস স্ট্যাডিজ, সামাজিক বিজ্ঞান, জীব ও ভূ-বিজ্ঞান, কৃষি এবং প্রকৌশল অনুষদের আটজন ডিন, প্রাধ্যক্ষ, প্রফেসর, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, এবং প্রভাষকদের মধ্যে থেকে একজন করে মোট পাঁচজন সিন্ডিকেট সদস্য, একাডেমিক কাউন্সিলের জন্য সহযোগী অধ্যাপকদের মধ্যে থেকে ছয় জন এবং ফাইনান্স কমিটি এবং পরিকল্পনা ও উন্নয়ন কমিটির জন্য একজন করে শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে তীব্র লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। গত ডিন, সিন্ডিকেট নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন প্রগতিশীল শিক্ষক সমাজে দুটি গ্রুপে বিভক্ত হয়ে নির্বাচনে অংশ গ্রহণ করেছিল। এদের মধ্যে একটি ছিল তৎকালীন উপাচার্য প্রফেসর ড. সোবহানের । অন্যটি ছিল প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক ড. শাহনেওয়ার সমর্থিত গ্রুপ। এ কারণে বিশ্ববিদ্যালয় বিভিন্ন ক্যাটাগরিতে আওয়ামীপন্থী হলুদ প্যানেল ডিন ক্যাটাগরিতে তিনটি পদ হারায়। এবার কোন গ্রুপ না থাকায় হলুদ প্যানেল সবকয়টি পদে জয়লাভের ব্যাপারে আশাবাদী। অন্যদিকে জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক সমাজেও দুটি গ্রুপে বিভক্ত হয়ে নির্বাচনে অংশ গ্রহণ করেছিল। ফলে তারা গত নির্বাচনে তিনটির বেশি কোন পদে জয়লাভ করতে পারেননি। বিএনপি জামায়াতপন্থী গ্রুপে কোন গ্রুপ না থাকায় তারাও এবার নির্বাচনে জয়ের ব্যাপারে খুব আশাবাদী। একুশে সংবাদ ডটকম/এমকেএইচ/২৩-০৪-০১৪:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1